ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা

কলাপাড়ায় এক রাতে পাঁচটি বসত ঘরে দুর্ধর্ষ চুরি

পটুয়াখালীর কলাপাড়ায় এক রাতে পাঁচটি বসত ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ এক লক্ষ আশি হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন লুটে নেয় চোরচক্র। গতকাল রবিবার (৪ জানুয়ারী) গভীর রাতে পৌরশহরের ৮ ও ৯ নং ওয়ার্ডের মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে। এর মাসখানেক আগেও পৌর শহরের একদম প্রান কেন্দ্রে একরাতে অভিজাত নয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এত জনবহুল এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতংকিত পৌরবাসী।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থদের মাধ্যমে জানা যায়, চুরি হওয়া ৫ টি বসত ঘরের ৪ টিতে কয়েকদিন যাবৎ অনুপস্থিত ছিলো পরিবারের সকল সদস্য। প্রতিটি ঘরের সদর দরজা সহ ভিতর পর্যন্ত ছিলো তালাবদ্ধ। বাসাগুলোতে দীর্ঘদিন একেবারে লোকশূন্য থাকায় সব সময়েই শুনশান নীরবতা থাকত। আর এবিষটি সম্ভবত নজরে রেখেছে চোর চক্র। এরপর গতকাল গভীর রাতের কোন এক সময় এ সকল বাসায় হানা দেয় তারা। প্রতিটি বাসার সদর দরজার তালাভেঙ্গে ঘরে প্রবেশ করে চক্রের সদস্যরা। এরপর ঘরে থাকা আলমারি, ওয়্যারড্রব এবং বিছানা ওলটপালট করে শুধুমাত্র স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে তারা। এই ৫ টি বাসার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইতালি প্রবাসী মেহেদী আজাদ বাবু। তার স্ত্রী জানান,তার ঘর থেকে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা এবং আনুমানিক দশ ভরি স্বর্ণালংকার লুটে নেয় চোরের দল। এছাড়াও তাদের পার্শ্ববর্তী আনিছ মোল্লার স্ত্রী বিউটি বেগম বলেন, তাদের ঘর থেকে নগদ এগারো হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার, আলিম সিনেমা হল সংলগ্ন ঠিকাদার মাসুদ রানার ভাড়া বাসা থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ এবং একই বিল্ডিংয়ের তাদের রুম সংলগ্ন ওই বাড়ির মালিক ব্যাবসায়ী সোহরাব হোসেনের কক্ষ থেকেও স্বর্ণালংকার ,এছাড়াও ৯ নং ওয়ার্ডের নেছারিয়া সড়কের শাহজালাল ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড সাবেক বিডিআর সদস্য মোঃ আক্তার হোসেনের বাসা থেকে দুইটি মোবাইল ফোন লুটেনেয় সংঘবদ্ধ চোর চক্র।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আহমেদ জানান, ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সকল বাসার তথ্য এবং পার্শবর্তী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর চক্র সনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কারো কাছথেকে লিখিত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ