
রাজধানীর বনানী থেকে মহাখালী রুটে অটোরিকশা চলাচলের দাবিতে বনানী সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকেরা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে তারা সড়কে বসে অটোরিকশা চালানোর দাবিতে আন্দোলন শুরু করে।
সড়ক অবরোধের ফলে বনান,গুলশান ও মহাখালী সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় যাতায়াতকারীরা।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক জানান, বনানী থেকে মহাখালী রুটে অটোরিকশা চলাচলের দাবিতে বনানী-১১ নম্বর সড়ক অবরোধ করেছে প্রতিবন্ধী অটোরিকশা চালকেরা। বনানীর মূল সড়ক স্বাভাবিক রয়েছে তবে ভেতরের সড়ক অবরোধের ফলে গলির সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।
ওসি বলেন,পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলা হয়েছে। সড়ক অবরোধ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডিআই/এসকে