
ভারতে চলমান বিশ্বকাপ ক্রিকেট কেন্দ্র করে দেশের বাইরে থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের কার্যক্রম দেশে পরিচালনার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের অন্যতম মূলহোতা নিশাত মুন্নাসহ চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৩ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর মালিবাগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন,বিশ্বকাপ ক্রিকেট কেন্দ্র করে দেশের বাইরে থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের কার্যক্রম দেশে পরিচালনার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের অন্যতম মূলহোতা নিশাত মুন্নাসহ চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
এ বিষয়ে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
ডিআই/এসকে