
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তারুণ্য সমাবেশ করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক। এতে কয়েক হাজার তরুণ-তরুণী উপস্থিত ছিলেন
নিজেকে বদলানো ও দেশ বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে আজ শনিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরে তারুণ্য সমাবেশ করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। এতে চুনারুঘাট ও আশপাশ এলাকার কয়েক হাজার তরুণ-তরুণী উপস্থিত ছিলেন।
তারুণ্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। হবিগঞ্জের অন্যান্য আসনের সংসদ সদস্যরা ছাড়াও কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সমাবেশে ছিলেন। চুনারুঘাট উপজেলা সদরের ডিসিজি স্কুল মাঠে আয়োজন করা হয় সমাবেশের।
জুনাইদ আহ্মেদ তরুণদের উদ্দেশে বলেন, ‘আমরা বদলাতে চাই। প্রথমে আমরা নিজেরা বদলাব, সমাজ বদলাব ও দেশ বদলাব। এ বদলানোর মধ্য দিয়ে আমরা নতুন এক সমাজ তৈরি করতে চাই। যে সমাজে তরুণদের আধিপত্য থাকবে।’ তিনি বলেন, তরুণেরা এখন পাঠ্যপুস্তকের সঙ্গে সনদমুখী হয়ে পড়ছেন। পড়াশোনায় বিশ্ববিদ্যালয় ও বিদেশমুখী না হয়ে লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণের দিকে নজর দিতে হবে। বর্তমানে সারা দেশে ৬০ লাখ তরুণ-তরুণী ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং করছেন। তাঁরা এখন বাড়িতে বসে বৈদেশিক মুদ্রা আয় করছেন।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, সিলেটের মানুষ অনেক রেমিট্যান্স পাঠান। এর জন্য সারা দেশের মানুষ তাঁদের কাছে কৃতজ্ঞ। তবে তরুণসমাজকে কর্মমুখী হিসেবে গড়ে তুলতে আমাদের কাজ করতে হবে। ভবিষ্যতে হবিগঞ্জের ৯টি উপজেলায় ৩ কোটি টাকা ব্যয়ে জয় স্মার্ট ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। এসব ট্রেনিং সেন্টারে তরুণদের প্রশিক্ষণের মধ্য দিয়ে যোগ্য হিসেবে গড়ে তোলা হবে। কোনো তরুণ-তরুণী আর বেকার থাকবেন না।
সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘সোনার বাংলাদেশ গড়তে সোনার মানুষ দরকার। এ মানুষের বড় অভাব এ দেশে। শুধু নৌকা পাশে থাকলেই কাজ করা যায় বা নইলে করা যায় না, না তা ঠিক না। আমরা যাঁরা নৌকার বাইরের মানুষ, আমরাও কাজ করে নৌকাকে ধাক্কা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাব।’ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি আমার তরুণদের নিয়ে কিছু না করেন, তাহলে আমার আর মুখ থাকে না। আপনাকে আমার তরুণদের জন্য কিছু করে দেখাতে হবে।’
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ ও হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা।