ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
দুই জেলায় নতুন এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
পহেলা বৈশাখ উদযাপন নিয়ে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি না,সিদ্ধান্ত বৃহস্পতিবার
গভীর সমুদ্র থেকে ১২৫ নারী-শিশুসহ ইন্দোনেশিয়াগামী নৌযান আটক
পল্লবীতে পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,নারীসহ গ্রেফতার ১০
তুরিন আফরোজের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
ভাবিকে কুপিয়ে হত্যা,আসামি দেবর গ্রেফতার
সারাদেশে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেফতার
লক্ষ্মীপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর রায়পুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে নিহত ২ , আহত ৩০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা
জাদুকাটায় খনিজ বালি উক্তোলনকালে ১০ লাখ মূল্যের দুই ড্রেজার জব্দ
তুরিন আফরোজের ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা পাওয়া গেছে:ডিসি উত্তরা
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে প্রভাষকের সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের মোহনগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে শিক্ষক নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার ( ২৩ অক্টোবর /২০২৩) বেলা দুই ঘটিকার সময় উপজেলার মুগাইপাড়া বাজারে এ সংবাদ সম্মেলন করেন, একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ভুক্তভোগী শাহাদাত হোসেন।

সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন তাঁর লিখিত বক্তব্যে বলেন, আমাকে বিধি মোতাবেক মোহনগঞ্জ ডিগ্রি কলেজে বিগত ৬ জানুয়ারি ২০১৬ সালে নিয়োগ প্রদান করা হয়। তারপর থেকে আমি পাঠদান সহ অন্যান্য দায়িত্ব সুচারু রূপে পালন করে আসছি।
অতঃপর কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ অবসর গ্রহণের পর, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুর হুদা নানা অজুহাতে আমাকে পাঠদান থেকে বিরত রাখেন।
তিনি বিগত ৮ মার্চ ২০২১ সালে আমার ইংরেজি প্রভাষকের বৈধ পদ শূন্য দেখান। যার জন্য নিরুপায় হয়ে আমি মহামান্য হাইকোর্টে রিট দায়ের করি। (পিটিশন নং-৫২৪১/২০২১)। যার প্রেক্ষিতে সর্ব শেষ ৩১ জানুয়ারি ২০২৩ সালে মহামান্য হাইকোর্ট নিয়োগ-যোগদানে নিষেধাজ্ঞা জারী করেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈধ নিয়োগ প্রাপ্ত ইংরেজি প্রভাষকের (আমার) পদ শূন্য দেখিয়ে, জাকিয়া আক্তার নামক অপর একজনকে নিয়োগ প্রদান করেছেন বলে জানতে পেরেছি।

বর্তমানে দীর্ঘ দিন চাকুরি করেও বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছি। সে কারণে মাননীয় শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
সাথে সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল হুদার শাস্তি দাবী করছি।
এ সময় ভুক্তভোগী মোহনগঞ্জ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহাদাত হোসেনের পাশে ছিলেন গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম, গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যরা।
মুঠোফোনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল হুদার নিকট জানতে চাইলে তিনি পূর্বের অধ্যক্ষের সাথে কথা বলতে বলেন এবং ফোন বন্ধ করে দেন। একাধিক বার চেষ্টা করেও আর তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com