
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-
সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলা সদর দলীয় কার্যালয়ে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনের
নেতৃবৃন্দ। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসনাত মাহমুদ তালহার সভাপতিত্বে এক বিশাল র্যালী উপজেলার সদরের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ শেষে নান্দাইল পুরাতন বাস্ট্যান্ড সংলগ্ন জাতীয় পার্টির কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলার ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত র্যালীতে অংশগ্রহন করে। র্যালী শেষে জাতীয় পার্টির নান্দাইল শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: হাসনাত মাহমুদ তালহা, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট ধীমান কুমার সরকার, সহ-সভাপতি শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খান প্রমুখ।
এসময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক আহমেদুজ্জামান, কৃষক পার্টির আহবায়ক রফিকুল ইসলাম ফকির, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান জামাল, যুবসংহতি নান্দাইল শাখার
আহবায়ক এনায়েত করিম ভূঁইয়া, ছাত্র সমাজের সভাপতি এরশাদ হোসেন, তরুন পার্টির আহবায়ক জুয়েল ইসলাম ফকির সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।