ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার

সব মেয়েরা আমার মেয়ে,কেউ উত্যক্ত করলে ছাড় দেওয়া হবেনা: মুক্তা ধর

সব মেয়েরা আমার মেয়ে। আমার মেয়েদের কেউ হয়রানি, ইভটিজিং বা উত্যক্ত করলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর।

বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) পুনাকের আয়োজনে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে “সচেতন রই সাইবার স্মার্ট হই” স্লোগানকে প্রতিপাদ্য করে সাইবার ক্রাইম ও ইভটিজিং বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এসময় স্কুলগামী শিক্ষার্থীদের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। সেই সঙ্গে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেগুলো সমাধানের নির্দেশনাও দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তা ধর বলেন, আমার কোনো মেয়ে নেই, আজ থেকে এই বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী পুলিশ সুপারের মেয়ে।

এ সময় তিনি সকল শিক্ষার্থীদেরকে পুলিশ সুপারের মেয়ে পরিচয় দিতে আহ্বান করেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সম্মানীত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করে তাদেরকে ফেসবুক ব্যবহারের প্রতি নিরুৎসাহিত করেন। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার জন্য আহ্বান করেন।

তিনি বলেন, আমার মেয়েদের কেউ হয়রানি করলে, ইভটিজিং বা উত্যক্ত করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে আমাদের দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নোত্তর পর্বে প্রাপ্ত অভিযোগের বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকদের মাঝে জেলার সকল থানার গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার প্রদান করেন এবং বাংলাদেশ পুলিশের জরুরী সেবা-৯৯৯ এ জরুরী প্রয়োজনে কল করার জন্য গুরুত্বারোপ করেন। সকল থানা এলাকায় স্কুল/কলেজ শুরু ও শেষের সময় নিয়মিত টহল ডিউটি বৃদ্ধির নির্দেশ প্রদান করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন। এছাড়াও কর্মশালায় খাগড়াছড়ি জেলার পুলিশের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ