ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ৮ আসামি গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ৪ নং আটঘর কুরিয়ানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক শেখর কুমার সিকদার হত্যা মামলায় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম।

এদিকে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের স্ত্রী মালা রানী মণ্ডল বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

সেখানে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদাকে প্রধান করে ১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান এসপি।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে শংকর সরকার, বাবুল হাওলাদার, তাপস মজুমদার ও স্বাধীন হালদারকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বুধবার ভোরে অভিযান চালিয়ে র‌্যাব-৮ বাগেরহাটের মোল্লার হাট এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন- আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার (৪৪), তার ছোট ভাই সুষময় হালদার (১৮), একই ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের জালিস মাহমুদ (২৪) ও সংগীতকাঠি এলাকার আমিনুল ইসলাম (২৩)।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম বলেন, “মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদানের উদ্দেশে রওনা দেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার।”

“তিনি কুড়িয়ানা বাজারের কাছে পৌঁছালে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে ২৫/৩০ জন শেখর কুমার সিকদারের পথরোধ করে। পরে তারা লাঠি ও ইট দিয়ে পিটিয়ে শেখরকে গুরুতর আহত করে পালিয়ে যায়। ”

তিনি বলেন, “পরে তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে এবং মিঠুন হালদারের সঙ্গে শেখর কুমার সিকদারের বিরোধ ছিল বলে জানান তিনি।

অধিনায়ক বলেন, “হত্যার পর পর আসামিরা আত্মগোপনে ছিলেন। তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বুধবার ভোরে বাগেরহাটের মোল্লার হাট এলাকায় থেকে হত্যা মামলার নামধারী দুইজনসহ অজ্ঞাত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।”

আসামিদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

শেয়ার করুনঃ