ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কখনও পুলিশ,কখনও আবার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা,অবশেষে গ্রেফতার
রাজবাড়ী-২ আসনে আবুল খানকে বিএনপির প্রার্থী চান সাধারণ জনগণ ও নেতারা
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২ ডাকাত আটক
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল
ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল
দীঘলিয়ায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
আদালতের আদেশ অমান্য করে আমতলীর আমড়াগাছিয়া হোসাইনপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের জমি দখল করে নারীর ঘর নির্মাণ
আমতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
কলাপাড়ায় চাচার পায়ের রগ কর্তন করলেন ভাতিজা
হোমনায় ‘ফিলিস্তিনে’ ইসরাইলের আগ্রাসন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বাগমারায় সভাপতির বিরুদ্ধে অপপ্রচার এবং জেষ্ঠতা লঙ্ঘন করে দায়িত্ব অর্পণ অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট কর্মসূচি
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত গ্রেফতার ১
গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন
তাড়াশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল

মদনে পূর্ব শত্রুতার জেরে পানির অভাবে প্রায় ১০০ একর বোরো জমি অনাবাদি

পূর্ব শত্রুতার জেরে পানির অভাবে নেত্রকোনার মদনে প্রায় ১০০ একর বোরো জমি অনাবাদি রয়েছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। মৌসুমের শেষ পর্যায়েও জমি রোপন করতে না পাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জমিগুলো চাষাবাদের জন্য পরশখিলা গ্রামের অর্ধশত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় লোকজন ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মদন সদর ইউনিয়নের গঙ্গানগর ও পরশখিলা গ্রামের মধ্যেস্থলে পরশখিলা গ্রামের ৯৬ শতাংশ ভূমি রয়েছে। ওই ৯৬ শতাংশ ভূমির মধ্যে ২০ শতাংশ ভূমি গঙ্গানগর ঈদগাহ মাঠের নামে দান করেন। কিন্তু গঙ্গানগর গ্রামের লোকজন বাকি জমি গঙ্গানগর বাজারের নামে লিখে দেয়ার জন্য দাবি জানান। পরশখিলা গ্রামের লোকজন দাবি না মানায় দুই গ্রামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গত ঈদুল ফিতরের আগে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের অর্ধশত লোক আহত হলে একাধিক মামলা চলমান রয়েছে। ঘটনার পর থেকেই গঙ্গানগর গ্রামের লোকজন পরশখিলা গ্রামের সড়ক পথে যাতায়াতের বাধা সৃষ্টি করে। বাধ্য হয়েই ভয়ে তারা বিকল্প পথে চলাচল করছে।

এ দিকে দুইগ্রামবাসী মিলে দুই যুগ ধরে গঙ্গানগর গ্রামের পাশে নদীতে সেচযন্ত্র বসিয়ে হাওরে বোরো ফসল চাষ করে আসছে। কিন্তু চলমান বিরোধের জেরে এ বছর গঙ্গানগর গ্রামের লোকজন পরশখিলা গ্রামের লোকজনের বোরো জমিতে সেচের পানি বন্ধ রেখেছে। ফলে পরশখিলা গ্রামের অর্ধশত কৃষকের প্রায় ১০০ একর জমি পানির অভাবে মৌসুমের শেষ সময়ে অনাবাদি রয়েছে।

পরশখিলা গ্রামের কৃষক লিমন মিয়া, জামাল মিয়া, কাসেম, শান্তু মিয়াসহ অনেকইে জানান,‘ দীর্ঘদিন ধরে দুই গ্রামবাসী মিলে আমাদের জমিতে সেচযন্ত্র বসিয়ে হাওরের বোরো জমি চাষাবাদ করছি। কিন্তু এ বছর গঙ্গানগর গ্রামের লোকজনের সাথে বিরোধ থাকায় আমাদের গ্রামের লোকজনরে জমিতে পানিতে দেওয়া বন্ধ রাখে। সোমবার এসিল্যান্ড স্যার ও কৃষি অফিসার পুলিশ নিয়ে এসের আমাদের জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করতে পারেনি। বর্তমানে আমরা খুবই হতাশায় আছি। জমি রোপন না করতে পারলে সংসার নিয়ে গ্রাম ছাড়তে হবে।’

সেচযন্ত্রের অংশীদার গঙ্গানগর গ্রামের সাইদুর রহমান সম্রাট জানান, ‘সোমবার উপজেলা প্রশাসনের লোকজন এসে উভয় পক্ষের লোকজনের সাথে কথা বলেছেন। বুধবার এই বিষয় নিয়ে উপজেলা প্রশাসন আবারো আলোচনায় বসবেন। হয়তো বিষয়টি মীমাংসা হয়ে যাবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান,‘কৃষকদের অভিযোগ পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরশখিলা গ্রামের অনেক জমি পানির অভাবে এখনো অনাবাদি রয়েছে। জমিগুলো চাষাদের জন্য কাজ করছি।’

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ টি এম আরিফ জানান, ‘ইউএনও স্যারের নির্দেশে পরশখিলা ও গঙ্গানগর গ্রামের হাওর পরিদর্শন করেছি। বিষয়টি সমাধানের জন্য বুধবার দুই পক্ষের লোকজনকে ইউএনও স্যারের অফিসে ডাকা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া জানান,‘ কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এসিল্যান্ড ও কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি দ্রুত সুরাহা করা হবে।’

শেয়ার করুনঃ