ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

বিগ বস ১৭’-এর বিজয়ী মুনাওয়ার ফারুকি, দ্বিতীয় স্থানে অভিষেক কুমার

ডেস্ক রিপোর্ট : শেষ হল ‘বিগ বস ১৭’ নাটকীয়তা, আবেগ ও অপ্রত্যাশিত ট্যুইস্টে ভরপুর, কিন্তু সালমন খান সঞ্চালিত অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে পর্ব ছিল নজরকাড়া। হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেরার শিরোপা পেলেন মুনাওয়ার ফারুকি। পেলেন ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার। সালমন খান সঞ্চালিত অত্যন্ত জনপ্রিয় একটি রিয়েলিটি শো ‘বিগ বস’ যার পরতে পরতে নাটকীয়তায় ভরা। নানা কারণে বারবার শিরোনামে উঠে এসেছে এই অনুষ্ঠানের ১৭তম সিজন। ২৮ জানুয়ারি ছিল এই শোয়ের গ্র্যান্ড ফিনালে পর্ব। টপ ৫ প্রতিযোগীর মধ্যে ছিলেন অঙ্কিতা লোখাণ্ডে, মুনাওয়ার ফারুকি, মান্নারা চোপড়া, অভিষেক কুমার ও অরুণ মাহশেট্টি। অবশেষে ‘বিগ বস ১৭’-র তকমা জিতলেন মুনাওয়ার ফারুকি, পেলেন ৫০ লক্ষ টাকা।বলিউড অভিনেতা সালমন খান সঞ্চালিত এই অনুষ্ঠানের শেষ পর্ব ছিল বৈদ্যুতিক। ছিল একাধিক দুর্দান্ত পারফর্ম্যান্স, অজস্র নস্ট্যালজিক মুহূর্ত। সর্বশেষ শোডাউনের জন্য তৈরি ছিলেন প্রত্যেক প্রতিযোগীও, আবহাওয়া ছিল উত্তেজনায় পরিপূর্ণ। অনুষ্ঠানের টানটান শেষ মুহূর্ত উপভোগ করতে হাজির ছিলেন প্রত্যেক প্রতিযোগীর পরিবার, বন্ধুবান্ধব এবং ‘বিগ বস’ হাউজের প্রাক্তন সদস্যরা, যার ফলে তাতে আবেগের ছোঁয়াও ছিল অবশ্যম্ভাবী। ৫ প্রতিযোগীর পরিবারের পাশাপাশি গোটা দেশ ছিল অপেক্ষায়। বহু প্রতীক্ষার পর সালমন খান চতুর্থ স্থানাধিকারীর নাম উল্লেখ করেন, অঙ্কিতা লোখাণ্ডে। ‘বিগ বস’-এর অন্দরমহলে তখন উত্তেজনা আরও বাড়ছে। এরপর তৃতীয় স্থানাধিকারীর নাম ঘোষণা করা হয় মান্নারা চোপড়া, এবং দ্বিতীয় স্থানে অভিষেক কুমার।সালমন খান অবশেষে ঘোষণা করেন ‘বিগ বস ১৭’-এর বিজয়ীর নাম মুনাওয়ার ফারুকি। পেশায় স্ট্যান্ড আপ কমেডিয়ান, মুনাওয়ার তাঁর সহনশীলতা ও সৎ ব্যক্তিত্বের জন্য বিখ্যাত ছিলেন অনুষ্ঠানে। বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর আবেগঘন হয়ে পড়েন তিনি। মুনাওয়ার ফারুকির জয় কেবল তিনি বা তাঁর অনুরাগীরা উদযাপন করেছেন তাইই নয়, গোটা বিগ বস পরিবার একসঙ্গে উদযাপন করেন।’বিগ বস ১৭’ ফিনালের মঞ্চ থেকে প্রথম বেরিয়ে যান হায়দরাবাদের ইউটিউবার ও গেমার অরুণ মাহশেট্টি। এরপর চতুর্থ স্থান নিয়ে বাতিল হন অঙ্কিতা। তাঁর পদচিহ্ন অনুসরণ করতে হয় তৃতীয় স্থানে থাকা মান্নারা চোপড়াকে। আপাতত শেষ হল ‘বিগ বস’-এর ১৭তম মরশুম, তবে এই অনুষ্ঠানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা থেকে আন্দাজ করাই যায় ফের হাজির হবে ‘বিগ বস’, অপেক্ষা কেবল নির্মাতাদের ঘোষণার।

বিগ বস ১৭ জিতে পেলেন ৫০ লাখের চেক-বিলাসবহুল গাড়ি, কত সম্পতির মালিক মুনাওয়ার ফারুকি?

বিগ বস ১৭- এর বিজয়ী হিসাবে মুনাওয়ার পেয়েছেন ৫০ লাখের চেক, বিলাসবহুল গাড়ি আর ট্রফি। সালমন খান যখন মুনাওয়ারের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করলেন, তখনও তিনি ঘোরের মধ্যে। সম্বিত ফিরতেই মুনাওয়ার ও তাঁর ভক্তদের খুশির সীমা রইল না। এতজন প্রতিযোগীকে হারিয়ে এই জয়ে দারুণ খুশি কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। বিশিষ্ট এই কমেডিয়ানকে নিয়ে রয়েছে অনেক বিতর্ক। বিগ বসের ঘরেও তৈরি হয়েছে বিতর্ক। তবুও এই জয়ের খুশিতে আনন্দে আত্মহারা মুনাওয়ার। তাঁর মোট সম্পত্তির পরিমান কত? শো করার জন্য কত নেন তিনি? একাধিক রিপোর্ট মোতাবেক কমেডিয়ান মুনাওয়ার ফারুকির মোট সম্পত্তির পরিমান আট কোটি। গ্যারাজে রয়েছে বিলাসবহুল গাড়িও।

 

শেয়ার করুনঃ