ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কালকিনিতে মাহিন্দ্রের ধাক্কায় নিহত ১ প্রতিবাদে সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট : অবৈধ মাহিন্দ্রের ধাক্কায় মাদারীপুরের কালকিনিতে মো. নেছার উদ্দিন হাওলাদার (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে এবং ওই ঘাতক মাহিন্দ্রটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সড়ক অবরোধকারীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে করে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছেন থানা পুলিশ। এসময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে স্থানীয়দের ছত্রভঙ্গ করে দেয়। নিহত নেছার উদ্দিন পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে। রবিবার সকালে কালকিনি-ভুরঘাটা সড়কের পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের কাঠেরপোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে নেছার উদ্দিন তার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদারীপুর আদালতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তিনি কাঠেরপোল নামক স্থানে পৌঁছালে একটি মাহিন্দ্র এসে পেছন থেকে নেছার উদ্দিনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে করে নেছার উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে এবং ওই ঘাতক মাহিন্দ্রটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সড়ক অবরোধকারীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে করে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। কালকিনি ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নিহতের লাশ উদ্ধার করে কালকিনি হাসপাতালে এনেছি।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এসময় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে বাধা দিলে পুলিশের সাথে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। স্থানীয়রা পুলিশের উপর ইট নিক্ষেপ করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে। এতে করে কমপক্ষে ৫-৭ জন পুলিশ সদস্য আহত হয়।

 

শেয়ার করুনঃ