
চুয়াডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে অদ্য ২২.১০.২০২৩ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা হতে শুভেচ্ছা বিনিময় করেন চুয়াডাঙ্গা ও পুনাক সভানেত্রী ফরিদা ইয়াসমিন চুয়াডাঙ্গার অন্যান্য সদসবৃন্দ।
এ সময় পুনাক সভানেত্রী পূজামণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উপহার সামগ্রী হিসেবে ফলের ঝুড়ি পৌঁছে দেন।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুনাক সাধারণ সম্পাদিকা জোবাইদা আখতার, চুয়াডাঙ্গা পুনাক কোষাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন; চুয়াডাঙ্গা পুলিশ হাসপাতাল মেডিকেল অফিসার হুমায়রা আক্তার চুয়াডাঙ্গাসহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।