
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় জাতীয় র্পাটির কো চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সংসদীয় আসন১১১, পটুয়াখালী -০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,বি,এম,রুহুল আমিন হাওলাদার আজ ২৭ জানুয়ারী শনিবার বিকালে দুমকির বিভিন্ন স্থানে জনগনের সাথে হেঁটে হেঁটে শুভেচ্ছ বিনিময় করেন। মুরাদিয়ার চরগরবদি ফেরিঘাট হাফিজি মাদ্রাসা পরির্দশন, ভোট অফিস বাজার ও তালতলী বাজারে জনগনের সাথে কুশল,শুভেচ্ছা ,সুখ দুঃখের কথা শুনে এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা জাতীয় র্পাটীর সভাপতি এ্যাডভোকেট মাসুদ আল মামুন,সাংগঠনিক সম্পাদক মোঃ ডালিম সিকদার, মুরাদিয়া ইউপি সদস্য ফোরকান সিকদার, ঠিকাদার মোঃ জুয়েল সহ দুমকি উপজেলা জাতীয় র্পাটীর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।