ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রাণীনগরে জুয়াড়ি ও মাদক কারবারি’সহ আটক ১২

নওগাঁর রাণীনগরে জুয়ার আসর থেকে ১১জন জুয়াড়ী ও একজন মাদককারবারীকে ও আটক করেছে থানা পুলিশ। আটককৃত একডজন আসামীকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান গত শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চককুতুব গ্রামস্থ টুলু সরদারের পরিত্যক্ত ইটভাটার পশ্চিমে জনৈক কুদ্দুছ মন্ডলের অনাবাদি জমিতে জুয়া খেলার খবর পেয়ে ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। প্রকাশ্য জুয়া খেলার অপরাধে আসামি চকাদিন (মোল্লাপাড়া) গ্রামের মৃত তোজিমুদ্দিন কবিরাজের ছেলে রাহিম কবিরাজ (৩১), চকাদিন (কারিগরপাড়া) গ্রামের আবু জেহেলের ছেলে জুয়েল সরদার (৩৩), চকাদিন গ্রামের মৃত-আক্কাস সরদারের ছেলে মতিউর রহমান (৫০), চকাদিন (মৃধাপাড়া) গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে রুবেল মৃধা (২৮), চককুতুব (ত্রিমোহনী) গ্রামের শংকর পোদ্দারের ছেলে সূর্য পোদ্দার (৩০), চককুতুব গ্রামের বেলাল সরদারের ছেলে আ: হালিম (২২), একই গ্রামের মতিন সরদারের ছেলে রিপন সরদার (৩২), নজরুল সরদারের ছেলে রাঙ্গা সরদার (২৫), খট্টেশ্বর গ্রামের মহসীন আলী শাহের ছেলে সাবু আলী শাহ (৩২), পাশের সদর থানার চন্ডিপুর (হেজাতিপাড়া) গ্রামের সেকেন্দার সরকারের ছেলে দেলোয়ার সরকার (৩৫) ও উপর শেরপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩০) কে আটক করা হয়। এসময় জুয়ার আসর থেকে ২৫৬০টাকাসহ বিভিন্ন উপকরন উদ্ধার করা হয়।

এছাড়া একইদিন রাতে একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামের উত্তর পাশে রাস্তার ব্রিজের উপর অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করার অপরাধে ভেবরা গাড়ি গ্রামের আনিছার রহমানের ছেলে মাদককারবারী হাবিবুর রহমান (৪০) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৬০০টাকা মূল্যের ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলায় মাদকের বিস্তাররোধে ও জুয়াসহ বিভিন্ন অবৈধ কারবারের বিরুদ্ধে থানা পুলিশ সব সময় সোচ্চার রয়েছে। আগামীতেও এই ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

শেয়ার করুনঃ