
ডেস্ক রিপোর্ট : ‘মিলে নবীন পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বন্দরের হিলি পোর্ট লিংক লি. সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার দিবাকর হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত কমিশনার জিয়াউর রহমান খান। এছাড়াও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, হিলি স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আমিরুল ইসলাম, অমল হালদার বক্তব্য রাখেন। এর আগে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে শূন্য রেখায় বাংলা হিলি কাস্টমস ও ভারত হিলি কাস্টমসের কর্মকর্তারা উভয়কে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।