ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রকে হারিয়ে যুব বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায় টাইগার যুবারা। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও। যুক্তরাষ্ট্রকে ১২১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে মাহফুজুর রহমান রাব্বির দল।

ব্লুমফন্টেইনে টস জিতে বাংলাদেশকে ব্যাটে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। আগে ব্যাটে নেমে আরিফুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৯১ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে নেমে রাব্বির দুরন্ত বোলিংয়ে ৪৭.১ ওভারে ১৭০ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। ব্যাটে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগার যুবাদের। দলীয় ২৯ রানে ওপেনার আদিল বিনি সিদ্দিক ফিরে যান ২৮ বলে ১৩ রান করে। রান পেলেও ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী ও তিনে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৪৫ বলে ২৭ রান করে ফিরে যান শিবলী, আর ৪০ বলে ৩৫ রান করেন রিজওয়ান।৯৪ রানে তিন ব্যাটারকে হারানোর পর আহরার আমিনকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ১২২ রান তোলেন আরিফুল ইসলাম। ৪১.৬ ওভারে দলী ২১৬ রানে আহরার আমিন ফিরে যান। ৪৯ বলে ৪৪ রান করেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করে ৪৫.১ ওভারে দলীয় ২৩৭ রানে ফিরে যান আরিফুল। নয়টি চারে ১০৩ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার।

এরপর ঝড় তোলেন মোহাম্মদ শিহাব জেমস। দুটি করে চার ও ছক্কায় ১৭ বলে ৩১ রান করে দলীয় ২৭৩ রানে ফিরে যান তিনি। তার আগে অবশ্য ফিরে যান অধিনায়ক রাব্বি, ৫ বলে ২ রান করে।পরে শেখ পারভেজ জীবন ও মোহাম্মদ রাফিউজ্জামান রাফি ইনিংস শেষ করেন। জীবন ৭ বলে ১৩ রান ও রাফি ৬ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। যুক্তরাষ্ট্রের হয়ে আর্য গ্রেগ তিনটি, আরিন নাদকার্নি নেন দুটি উইকেট। এছাড়া পার্থ প্যাটেল ও আতিন্দ্র সুব্রামানিয়ান নেন একটি করে উইকেট। জবাবে নেমে দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান তোলেন প্রণভ চেট্টিপালায়াম ও সিদ্ধার্থ কাপ্পা। দলীয় ৮৬ রানে জুটি ভাঙেন আরিফুল। ৪৪ বলে ১৮ রানে ফিরে যান সিদ্ধার্থ। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। দলীয় ৯১ রানে ফিরে যান ওপেনার প্রনভ। ৯০ বলে ৫৭ রান করেন তিনি। যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মধ্যেই এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া উৎকর্ষ শ্রীভাশ্তাভা ৪৯ বলে ৩৭, আমোঘ আরেপাল্লি ২৭ বলে ১৪ ও খুশ ভালালা ১৬ বলে ১২ রান করেন। বাকী ব্যাটারদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

টাইগার যুবাদের হয়ে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি নেন ৪ উইকেট। এছাড়া আরিফুল ইসলাম, ইকবাল হোসেন ইমন, শেখ পারভেজ জীবন ও রাফিউজ্জামান রাফি নেন একটি করে উইকেট।

শেয়ার করুনঃ