ঢাকা, মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সন্ত্রাসে মদতদাতা শরিফ-তাবরেজের উস্কানিতে পুলিশের ওপর হামলা,সেনা হস্তক্ষেপে আটক ৪
ভূরুঙ্গামারীতে নববর্ষ উদযাপন
কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
নববর্ষে মোরেলগঞ্জে বিএনপির শোভাযাত্রার নেতৃত্বে খায়রুজ্জামান শিপন
কারাগারে বন্দিদের নিয়ে বৈশাখী উৎসব উদযাপন
মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী
যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল
আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন
নানা আয়োজনে রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপিত
পহেলা বৈশাখ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া
মাহা সাংগ্রেং-বৈশাখ উপলক্ষে পাহাড়িজনপদ নাইক্ষ্যংছড়িতে আনন্দ শোভাযাত্রা পালিত
স্বাবলম্বী স্কুলের শিক্ষার্থীদের নববর্ষ উদযাপন
পাঁচবিবিতে বাগজানা মিসবাহুল উলুম কাওমী মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপন
নববর্ষকে স্বাগত জানিয়ে কয়রায় বিএনপির রঙিন শোভাযাত্রা
ভারতের সাথে মিল রেখে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা

কারাগারে কাটল মির্জা ফখরুলের ৭৮ তম জন্মদিন

ডেস্ক রিপোর্ট: এবার জন্মদিনে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছোট কক্ষে একাকিত্বে কেটেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রতিবছর জন্মদিনের ভোরে অস্ট্রেলিয়াপ্রবাসী বড় মেয়ের টেলিফোনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘুম ভাঙত।

আজ শুক্রবার তাঁর ৭৮তম জন্মদিন। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে তাঁর জন্ম। ২৯ অক্টোবর থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল ১১টায় গুলশানের বাসা থেকে স্ত্রী রাহাত আরা বেগম তার ছোট মেয়ে এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বোনকে নিয়ে কারাগারে যান। রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘ওনার শরীরটা ভালো না। ওজন কমে গেছে পাঁচ কেজি। আমরা তিনজন সকালে কেরানীগঞ্জ গিয়েছিলাম, দেখা হয়েছে। কিছু সময় থেকে চলে এসেছি। বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়াপ্রবাসী। ক্যানবেরায় ফেডারেল মেডিক্যাল কাউন্সিলের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমণ্ডিতে একটি ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষকতা করেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পরের দিন গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় দলটির মহাসচিবকে। প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৮ অক্টোবর পল্টন ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে মোট ১১টি মামলা করে। এসব মামলার ৯টির এজাহারে মির্জা ফখরুলের নাম রয়েছে পল্টন ও রমনা থানার পৃথক ৯টি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন হয়েছে মহানগর মুখ্য হাকিম আদালতে। আইনজীবীরা জানান, এখনো আরো একটি মামলায় তাঁর জামিন বাকি আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েরর অর্থনীতি বিভাগের কৃতী ছাত্র ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি। জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার আগে ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। ২০১৬ সাল থেকে বিএনপির মহাসচিব হিসেবে টানা দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

বর্তমান সরকারের আমলে অতীতেও কয়েক দফা গ্রেপ্তার হয়ে বন্দিত্বের জীবন কাটাতে হয়েছে এই প্রবীণ রাজনীতিককে।

শেয়ার করুনঃ