

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত ট্রাফিক সহায়তাকারী নাজমুল হুদার চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা অনুদান দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার(২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার নিজ হাতে নাজমুলের চিকিৎসার জন্য এই অর্থ প্রদান করেন।
তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট রাতে গণভবন ক্রসিংয়ে দায়িত্ব পালনের সময় নাজমুল হুদা সাহসিকতার সঙ্গে এক ছিনতাইকারীকে ধরতে গিয়ে গুরুতর আহত হন। সেদিন রাত সাড়ে আটটার দিকে একজন পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে রাস্তা পার হতে গেলে এক ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ঘটনাটি দেখে ট্রাফিক সহায়তাকারী নাজমুল এগিয়ে গেলে ছিনতাইকারী তার মুখে আঘাত করে পালিয়ে যায়। এতে নাজমুলের ঠোঁট ছিঁড়ে যায় এবং পাঁচটি দাঁত ভেঙে যায়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঠোঁটে ৩২টি সেলাই দিতে হয় এবং দাঁতের চিকিৎসায় প্রায় এক লাখ ৪০ হাজার টাকা ব্যয় হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আহত নাজমুলের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার তিনি নাজমুলকে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। একইসাথে তার চিকিৎসায় আরও সহায়তার আশ্বাস দেন।
এর আগে ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও নাজমুলকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল।
ডিএমপি কমিশনারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আহত নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. মো. জিললুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক–অ্যাডমিন, প্ল্যানিং ও রিসার্চ) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।