

পঞ্চগড় জেলা প্রতিনিধি:গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড়ের থেকে শিকলবন্দি অবস্থায় গাজীপুরের বিটিসিএল মসজিদের ইমাম মাওলানা মুফতি মহিব্বুল্লাহকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে সদর উপজেলার হেলিপ্যাড বাজার সংলগ্ন নির্জন এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় তাঁর দুই হাত ও পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। পরে তাঁকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর ইমামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে জুমার খুতবায় মুফতি মহিব্বুল্লাহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’-এর দেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে মুসল্লিদের সতর্ক করেন। ওই বক্তব্যের পর থেকেই তিনি একাধিকবার হুমকি পেতে থাকেন।
ইসকনপন্থী একটি চক্র তাঁর কাছে ইসলামবিরোধী বক্তব্য প্রচার ও ইসকন নেতাদের জামিনের পক্ষে কথা বলার দাবি জানায়। এতে সাড়া না দেওয়ায় তাঁর ওপর হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা পর্যন্ত করা হয়।
সবশেষ ২১ অক্টোবর একটি উড়ো চিঠিতে তাঁকে গুম ও হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন (২২ অক্টোবর) সকালে তিনি হাঁটতে বের হয়ে টঙ্গী পূর্ব থানার টি অ্যান্ড টি বাজার জামে মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁর পথরোধ করে জোর করে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
২৩ অক্টোবর ভোরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড বাজার এলাকার একটি নির্জন স্থান থেকে তাঁকে উদ্ধার করে।
পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত অপহরণ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইমামের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।