
ডেস্ক রিপোর্ট :
যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য মোহাম্মদ রইস উদ্দিনের (২৫) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া শ্যামপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মনাকষা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি মেম্বার শাহনাজ পারভীন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে হেলিকপ্টারে তার মরদেহ এসে পৌঁছায়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ৪৯ বিজিবির অধিনায়ক ও সহকারী পরিচালক মাসুদ রানার কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ভারতের গাঙ্গুলিয়া পাড়া সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।