1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরে পূর্ব শত্রুতার জের ধরে ড্রাগন ও কলা কেটে দিল দুর্বৃত্তরা | সকালের খবর ২৪
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

জীবননগরে পূর্ব শত্রুতার জের ধরে ড্রাগন ও কলা কেটে দিল দুর্বৃত্তরা

  • প্রকাশিতঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গার জীবননগর পূর্বশত্রুতার জের ধরে রাতের আঁধারে এক কৃষকের শতাধিক কলা ও ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাতে হাসাদাহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের জামাল হোসেনের ছেলে কৃষক শামীম আহমেদের জমিতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তার জমির কলা ও ড্রাগন গাছ কাটা অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

সরজমিনে দেখা যায়, কৃষক শামীম আহমেদ তার বাড়ির পাশেই তিন বিঘা জমিতে প্রায় চার শতাধিক কলা গাছ ও এক এক বিঘা জমিতে ড্রাগন চাষ করেছিলেন। ড্রাগন এবং কলা গাছে প্রচুর পরিমাণে ফলন এসেছে। আর কিছুদিন পরই কলা ও ড্রাগন বাজারজাত করার কথা ছিল তার। কিন্তু রাতের আঁধারে বাগানের শতাধিক কলা ও ড্রাগন গাছ কেটে দেওয়ায় কমপক্ষে চার লক্ষ টাকার ক্ষতি সাধন করে দুর্বৃত্তরা। এছাড়াও তার উস্তের বানেও প্রচুর ক্ষতি সাধন করে।

কৃষক শামীম আহমেদ বলেন, আমি নিরিবিলি থাকতে পছন্দ করি। আমার সাথে কারো ব্যক্তিগত ঝামেলা বা শত্রুতা নেই। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা আমার স্বপ্ন শেষ করে দিল। তারা এক রাতে আমার কমপক্ষে চার লক্ষ টাকার ক্ষতি সাধন করে দেয়। যার ক্ষতি আমার পক্ষে পুষিয়ে নেয়া সম্ভব না।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ফসলের সাথে শত্রুতা সেটি কোনভাবেই মেনে নেওয়া যায় না। ব্যক্তিগত বা পারিবারিক ঝামেলা ফসলের ক্ষতি করে মেটানো সেটি কোনভাবে উচিত না। আমরা কৃষক শামিমের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখবো।

এ বিষয়ে জীবননগর থানা অফিসার ইনচার্জ মামু হোসেন বিশ্বাস জানান, এ ব্যাপারে আমরা থানায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD