ঢাকা, বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বছরের প্রথম সবক প্রদান
বায়তুন নুর ফাউন্ডেশনে মাধ্যমে ফ্রি ওমরাহ পালনের সুযোগ
ফেসবুক আইডি থেকে মিথ্যা অপপ্রচার,প্রতিবাদে বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন
ঝালকাঠিতে কেন্দ্র সচিবসহ ৯ শিক্ষককে অব্যাহতি, ১২ পরীক্ষার্থী বহিষ্কার
মোরেলগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
আলোচিত টিপকাণ্ড: লতা সমাদ্দার ও ১৬ শোবিজ তারকার বিরুদ্ধে মামলা
জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই চোরাচালান বন্ধ সম্ভব:-নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা সভায় ইউএনও
পটুয়াখালী মেডিকেল ক্যাম্পাসে নিরাপত্তা-ডা.শামিম আল আজাদের বরখাস্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
ফু-ওয়াং ফুডসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা
গাইবান্ধায় পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক
চবির ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত,বিশেষ অভিযান চলছে: সেনাবাহিনী
নীরবতা ভাঙল চিহ্নভাষায়—গাজায় নিপীড়নের বিরুদ্ধে বধিরদের র‍্যালি
হত্যা মামলার জেল পলাতক আসামী হেদা গ্রেফতার
পটুয়াখালী জেলায় চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য নিয়ে লিফলেট বিতরণ,বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শন ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে রোববার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সন্মুখে হতে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এস জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্যে রাখেন, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আলতাফ হোসেন।

সন্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার রাফিউর রহমান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার , সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস (সদস্য আরটিসি) , বীরমুক্তিযোদ্ধা গাজী এ.কে.এম ফজলুল মতিন মুক্তা (সদস্য আরটিসি),সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক উপ-বিভাগ-২ মোঃ জাহিদুর রহমান মিলু, সওজ উপ-সহকারী প্রকৌশলী সড়ক শাখা-১ ও সড়ক শাখা ২ এর মোঃ কায়সার আহমেদ, সওজ উপ-সহকারী প্রকৌশলী, সড়ক শাখা -৩ সড়ক উপবিভাগ -১ মোঃ আহসান হাবীব,সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ আসলাম হোসেন সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেন, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুলতান তালুকদার, নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখা’র আহবায়ক সৈয়দ নতুন শিরাজী, সদস্য সচিব মোঃ আবু লায়েস হোসেন উজ্জ্বল প্রমুখ বক্তব্যে রাখেন এবং বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা সহ সুধীজন, গুনীজনেরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। গাড়ি চালকদের প্রতিযোগিতা, বেপরোয়া ওভারটেকিং, অদক্ষতা, ওভারলোডিং, চালকের পর্যাপ্ত বিশ্রামের অভাব, পথচারীদের ট্রাফিক আইন না মানা ও সামাজিক অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনারোধে পরিবহন মালিক, গাড়ি চালক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সবার সচেতনতা থাকতে হবে।
এ সংক্রান্ত আইন-বিধিবিধান জানা এবং তা মেনে চলতে হবে। সরকার সড়ক-মহাসড়ককে নিরাপদ করতে নানামুখী উদ্যোগ নিয়েছে ।

শেয়ার করুনঃ