
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো’র ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্দোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বুধবার (২৪ জানুয়ারি) আছরের নামাজের পর হযরত শাহ্ সূফী আমানত খাঁন (রঃ) মাজার সংলগ্ন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, মন্জুর উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম, নুরুল কবির, জেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্ব প্রাপ্ত মঈনুল আলম ছোটন, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা আপিল উদ্দীন, পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ,আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য জসীম উদ্দীন, শহীদুল আলম বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহামদ নুর, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ওসমান আহমেদ শান্ত, ছাত্রদল নেতা মনির উদ্দীন নয়ন, হাবিব উল্লাহ প্রমূখ।