ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭

বাউফলে সিভিল সার্জনের নির্দেশের পরও বন্ধ হয়নি অনিবন্ধিত ডায়াগোনাস্টিক সেন্টার

সুত্রে জানা গেছে, পটুয়াখালীর বাউফলে সিভিল সার্জনের নির্দেশের পরও বন্ধ হয়নি লাইসেন্স বিহীন অবৈধ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগোনাস্টিক সেন্টার এমনটি জানা গেছে ।

গত ২১ জানায়ারি জেলা সিভিল সার্জন স্বাক্ষরিত এক চিঠিতে সরজমিনে পরিদর্শন পূর্বক লাইসেন্স না থাকায় বাউফল উপজেলার কালিশুরী বাজারে নিরাময় ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক নামের প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ( সিলগালা) করে সিভিল সার্জন পটুয়াখালীকে অবহীত করার কথা থাকলেও মঙ্গলবার (২৩ জানায়ারি) বিকাল সারে ৩টা পর্যন্ত তা বাস্থবায়ন হয়নি বলে জানা যায়। সূত্রে আরও জানা গেছে, রহস্যজনক কারণে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিয়ে কাগজ কলমের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ রয়েছে এমনটাই জানা গেছে ।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা গত ২১ জানায়ারি সিভিল সার্জনের দেয়া ওই ক্লিনিক বন্ধের আদেশের চিঠি পেয়ে সরজমিন পরিদর্শন করলেও রহস্যজনক কারণে ওই প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়নি বলে জানা যায়।এছাড়াও অভিযোগ ওঠেছে,

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা ওই অবৈধ ডায়াগোনাস্টিক সেন্টার কাম ক্লিনিক ব্যবসায় পরোক্ষভাবে জড়িত থাকার পাশাপাশি আর্থিক লেনদেনে ম্যানেজ হওয়ায় অনিবন্ধিত ডায়াগোনাস্টিক সেন্টার ও ক্লিনিকটি রয়েছে বহাল তবিয়তে এমনটিই জানা গেছে ।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, আমি সরেজমিন পরিদর্শন করেছি। তাদেরকে কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসান গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ওই অনিবন্ধিত ডায়াগোনাস্টিক সেন্টার এন্ড ক্লিনিকটি বন্ধ করেছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা লিখিত ভাবে আমাকে জানিয়েছে। আপনার মাধ্যমে জানলাম। খোজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত: স্বাস্থ্য সেবার নামে সারাদেশে গড়ে ওঠা অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগোনাস্টিক সেন্টারের অপচিকিৎসা বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুনঃ