
ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর ট্রাক মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মফিজুল ইসলাম মিরুর ৩য় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার শহরের চরকমলাপুরস্থ মাদ্রাসায় দুপুর ১ঃ৩০ মিনিটে মরহুমের পুত্র তানভীর আহমেদ বিমাশের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সহ সভাপতি ইমামুল মিয়া আজম,রাকিবুল ইসলাম রাব্বি,দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ্য সহ প্রমুখ।এ সময় কোমলমতি শিশুদের নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।তার আত্মীয়-স্বজন পরিবারের জন্য দোয়া করা হয়।