ঢাকা, শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আগামী মাসে প্রতিটি ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে:ডিএনসিসি প্রশাসক
আমতলীতে আ’লীগ সভাপতির ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরন
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৬ সদস্য গ্রেফতার
নান্দাইলে ৫০বছর যাবত সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় পরিবার
কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব
বিরামপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সুধী সমাবেশ
৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ: স্ত্রীর মামলায় থানায় এসে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি বৃদ্ধ
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ চত্বরে বিএনপির যৌথ সভা
শৈলকুপা বি‌সিএস অ‌ফিসার্স ফোরা‌মের বা‌র্ষিক সাধারণ সভা ও ঈদ পুন‌র্মিলন
আ.লীগের মিছিল প্রসঙ্গে পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, কন্ট্রোল করতে না পারলেই ব্যবস্থা
চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
কালিগঞ্জে মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ১১জন হাফেজকে পাগড়ি প্রদান
বোদায় বিএনপি দলকে চাঙা করতে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বাড়ছে
নওগাঁয় তিন গ্রামের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান: নেই কোনো পাকা রাস্তা

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই:ডিবিপ্রধান

আগামী ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশ ঘিরে কোনো ধরণের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ।

রোববার (২২ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএমপি কমিশনার কর্তৃক যেকোনো রাজনৈতিক দলই সমাবেশ করার অনুমতি পাবেন, তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে পুলিশ। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যও পুলিশ কাজ করবে। তবে আমাদের নিয়মিত চেকপোস্ট, টহল অভিযান চলবে। মামলা, ওয়ারেন্টের আসামি ধরার অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরণের রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেফতারের নামে হয়রানি করা হচ্ছে না।

বিএনপির পক্ষ থেকে ২৮ অক্টোবর মহাসমাবেশ ডাকা হয়েছে। এই সমাবেশ ঘিরে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার, হয়রানি ও চেকপোস্টের নামে ঢাকায় আসা নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুন বলেন, এটা ঠিক না। ঢাকায় অনেক কেপিআইভুক্ত প্রতিষ্ঠান আছে। অনেক উন্নয়নমূলক কাজ চলছে। ডিএমপি সেগুলোর নিরাপত্তা তদারকি দিয়ে থাকে। ঢাকা শহরে এসে বহিরাগতরা যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা অভিযান পরিচালনা করি। এটা আমাদের রুটিন কাজ। এটা সব সময়ই করি। আজও আমরা অভিযান পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, চেকপোস্ট, অভিযান আছে বলেই ঢাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। টহলদল, চেকপোস্ট না থাকলে তো ঢাকা অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।

আরেক প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুন বলেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখেছি, বিরোধী দলের কোনো মত নেই, এক দল সমাবেশ করতো, আরেক দলকে সমাবেশ করতে দেওয়া হতো না। এখন কিন্তু ঢাকা শহরে একই দিনে ৩/৪টা দল সমাবেশ করছে। প্রত্যেকটা সমাবেশকে আমরা নিরাপত্তা দিচ্ছি। কোনো সমাবেশ ঘিরে অপ্রীতিকর কিছু ঘটছে না। আমরা আশাবাদী আগামী ২৮ অক্টোবরও নাশকতা বা অপ্রীতিকর কিছু ঘটনার আশঙ্কা বা সম্ভাবনা নাই।

হারুন বলেন, আশঙ্কাকে ঘিরেই আমরা কিন্তু নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে থাকি। আমরা প্রত্যেকটা দলের সমাবেশেই ডিএমপি কমিশনার পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেন। ২৮ অক্টোবর যদি বিএনপি মহাসমাবেশের অনুমতি পায় তবে আমরা পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা দিবো। আইনশৃঙ্খলা যাতে ঠিক থাকে, সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ লাখ নেতা-কর্মী ঢাকায় ঢুকে গেছে। নানকও তাই বলেছেন। এই তথ্যগুলো তো গোয়েন্দা তথ্যেই পায়। ডিবি পুলিশের কাছে কি এ ধরণের তথ্য রয়েছে? জানতে চাইলে হারুন বলেন, রাজনৈতিক নেতারা কে কি বলেন, সেটা আমরা ভাবছি না। আমরা আমাদের গোয়েন্দা তথ্যের বাইরে যাবার কথা না। আমরা আশ্বস্ত করতে চাই। আমাদের অভিযান অব্যাহত আছে। রুটিন চেকপোস্ট, রুটিন কাজ চলবে। মামলা ও ওয়ারেন্টের আসামি ধরার অভিযান চলবে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ