
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টার সময় উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ এর আয়োজনে চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজ মাঠে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুধীজনের সাথে মতবিনিময় সভা করা হয়।
এতে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে. সামসুদ্দিন আবু মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান,বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসাইন, মৌডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হাসান রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মাহমুদ, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান উপস্থিত ছিলেন।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, আমরা এখন উন্নয়নের পথে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ উন্নত দেশে পরিনত হবে। এই উপজেলা থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, ভুমি দখল, সাইবার ক্রাইম সহ বিভিন্ন অপরাধ হ্রাস করতে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক সহ সকলকে একসাথে কাজ করতে হবে।