ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চায়ের দোকানে বিল দেওয়ার জেরে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
আন্দোলনকারীদের না পেটানো সেই পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রপতি পদক
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৯
১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কবিয়াল সম্রাট রমেশ শীলের ৫৮তম মৃত্যুবার্ষিকীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন
বোয়ালখালীতে বাগীশিক উপজেলা সংসদ কর্তৃক বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
কুমিল্লায় ১৫ কেজি গাঁজাসহ মিনি কাভার্ডভ্যান আটক
পোরশায় নিজ বাড়ি থেকে ভাই -বোনের মরদেহ উদ্ধার
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ নামে এক যুবক জখম
নোয়াখালীতে আদালতের আদেশ অমান্য করে পাকা দালান নির্মাণ, হুমকিতে এলাকায় যেতে পারছেন না জমির মালিক
বংশালে লেপ-তোষকের দোকানে আগুন,নিহত ১
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী

ফটিকছড়ীতে লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র খাদ্য সামগ্রী বিতরণ

সকালের খবর ২৪ ডেস্ক:

আন্তর্জাতিক সেবা সংগঠন ‘লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’ ক্লাবের সেবা মাস আক্টোবরের ব্যস্ত কর্মসূচীর অংশ হিসাবে চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি উপজেলার ৩ টি মাদ্রাসা ও এতিমখানায় এবং একটি ইউনিয়নের সুবিধা বঞ্চিত জনসাধারনের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরন করেছে।

২১ অক্টোবর’২৩ ইং শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র একটি শীর্ষ স্থানীয় টীম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এসব মাদ্রাসা ও দরিদ্র জনগোস্টির মাঝে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। কসমো ভ্যালী ক্লাব সেক্রেটারী লায়ন এস এম আবুল কাশেম এর সঞ্চালনায় ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরীর সভাপতিত্বে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন, লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫বি-৪, বাংলাদেশ এর আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন, ডিষ্ট্রিক রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম, লায়ন হুমায়ূন কবির, ডিষ্ট্রিক চেয়ারপার্সন লায়ন কাজী মাহবুবুল আলম, ক্লাব জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ নেজাম উদ্দীন, লায়ন নজরুল ইসলাম, নবাগত সদস্য লায়ন মোঃ সাইফুদ্দিন, লায়ন রেজাউল আজিজ রেজা।

যেসব মাদ্রাসা, এতিমখানা ও জনগনের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয় সেগুলো হচ্ছে, যথাক্রমে ১) আল-জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, আজাদী বাজার, ধর্মপুর, ২) কেপাইতনগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসা,হেফজ ও এতিমখানা, ৩) জামিয়া ইসলামিয়া আজিজিয়া ফাতেমাতুজ জোহরা মাদরাসা,হেফজ ও এতিমখানা এবং ৪) ফটিকছড়ির চারালিয়া হাট এলাকার সুবিধা বঞ্চিত জনগন।
প্রধান অথিতির বক্তব্যে আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহামদ সিদ্দিকী আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল সারাবিশ্বব্যাপী আর্ত মানবতার সেবা ও সহযোগীতায় সারা দুনিয়ায় সবসময় কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়ে বলেন, লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী ক্লাবের সেবা মাস অক্টোবরে প্রায় প্রতিদিন বিভিন্ন সর্বসাধারনের চক্ষু পরিক্ষা, ডায়াবেটিস পরিক্ষা, রক্তের গ্রুপ নির্নয়, সাইল্ড ক্যান্সার, ডেঙ্গু সতর্কতা ও সুবিধা বঞ্চিত জনসাধারনের মাঝে শুকনা খাদ্য বিতরনের মাধ্যমে আর্ত মানবতার সেবায় ব্যস্ত সময় পার করছে। তিনি লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র প্রেসিডেন্ট, সাধারন সম্পাদক সহ ক্লাবের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানান, এবং আগামীতেও সেবামুলক এ কর্মসুচী অব্যাহত রাখার পরামর্শ দেন।
খাদ্য বিতরনের সময় স্ব স্ব এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা, প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, ছাত্র সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ