নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
রাঙ্গামাটির রাঙ্গাপানি মোনঘর মাঠ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রাঙ্গাপানি মিলন বিহারের ৫১তম ও ১ম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান-২০২৫ অনুষ্ঠান। শনিবার (১১ অক্টোবর ) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ বর্ণাঢ্য ধর্মীয় উৎসব।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আ. ফ. ম. খালিদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক-উপাসিকা ও সুধীজন অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুষ্ঠানটি ছিল চীবর দান, পূজা ও ধর্মদেশনায় পরিপূর্ণ। অতিথিবৃন্দ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানকে ঘিরে রাঙ্গামাটি জেলা পুলিশ গ্রহণ করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদস্যদের সতর্ক তৎপরতায় পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
স্থানীয়দের মতে, প্রতিবছর রাঙ্গাপানিতে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হলেও এবার জাতীয় পর্যায়ে একাধিক বিহারের অংশগ্রহণে অনুষ্ঠানটি পেয়েছে বিশেষ তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব।