
পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে হিরোইন সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯- জানুয়ারি)২০২৪ খ্রিঃ তারিখে মাদকদ্রব্য হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আমিরুল্লাহ মহোদয়গনের দিক-নির্দেশনায় পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ জনাব প্রদীপ কুমার রায় এর নেতৃত্বে পঞ্চগড় সদর থানার এসআই(নিরস্ত্র)/পলাশ চন্দ্র রায় সঙ্গীয় অফিসার এসআই(নিরস্ত্র)/মোঃ সাহিদুর রহমান, এসআই(নিরস্ত্র)/মোঃ মনিরুজ্জামান লিখন ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১.২০ মিনিটে পঞ্চগড় পৌরসভার শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ এর গেটের সামনে পাকা রাস্তার উপর হতে নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালীন সময় আসামী ১। মোঃ তহিদুল.ইসলাম(২০), পিতা- মৃত আহিদুল ইসলাম, মাতা- মোছাঃ জোবেদা বেগম, সাং- পৌরখালপাড়া, পঞ্চগড় পৌরসভা, থানা ও জেলা- পঞ্চগড়কে ০১ (এক) গ্রাম হেরোইন, যাহার অবৈধ বাজার মূল্য ৩০০০ × ০১ = ৩০০০/- (তিন হাজার) টাকা উদ্ধার করা হয়। আসামীর মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১ (এক) টি পুরাতন কচুপাতা রংয়ের বাইসাইকেল, মূল্য অনুমান ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং ০১ (এক) টি আইটেল বাটন মোবাইল, যাহার ভিতর সিম- গ্রামীন, নম্বর-০১৭৬৩২৮১৬৮৯, মূল্য অনুমানিক ১০০০/- (এক হাজার) টাকা সহ হাতে নাতে আটক করা হয়। এসআই(নিঃ) পলাশ চন্দ্র রায় এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি তহিদুলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানার মামলা নং ২৬, তারিখ ২০/০১/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(ক) রুজু করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রহিয়াছে। জেলা পুুুলিশের মাদক বিরোধী তৎপরতার ভূয়সী প্রশংসা করেন স্থানীয় সাধারণ মানুষ।