ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু

ধ্বংসের পথে কুষ্টিয়া মোহিনী মিলের ৩৬ একর জমির অর্ধেক বেদখলে

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিলের অর্ধেক জমি এখন বেদখলে। অবহেলা আর অযত্নে মিলের বিভিন্ন স্থাপনা এখন ধ্বংসের পথে। ১৯৮২ সালে মিলটি বন্ধ হয়ে যায়। এর পর থেকে কারখানার জমি বেদখল হয়ে গেছে।
কারখানার মুল অংশসহ বাইরের কিছু জায়গা মিলে প্রায় সাড়ে ১৬ একর জমি এখনো নিয়ন্ত্রণে আছে। মিলের ভবনের দেয়াল ও ছাদের পলেস্তার খসে পড়েছে।
বটগাছসহ নানা লতাপাতায় ঢেকে গেছে যন্ত্রাংশ। চারদিকে গজিয়েছে নানা গাছপালা। পুরো কারখানা চত্বর পরিনত হয়েছে জঙ্গলে। মিলের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এই কারখানাটি বিক্রির জন্য লিকুইডেশন সেল বা বিলুপ্তির দরপত্র ১৯৮১ সালের জুনে গঠন করে দেয় বস্ত্র ও পাট মন্ত্রনালয়। তবে ৪২ বছরেও এটি বিক্রি করতে পারেনি তারা। এখন লিকুইডেশন সেলের ১৫ জনের বেশি কর্মচারী কারখানাটি দেখভাল করেন।
এরপও প্রতিনিয়ত মিলের জায়গাজমির বেহাত হওয়া ঠেকানো যায়নি। শুধু এই কারখানা নয়, আরও ৩টি কারখানা বিক্রি করতে পারেনি এই সেল। ফলে এ সেলে কর্মরত ব্যক্তিদের বসিয়ে বসিয়ে বেতন-ভাতা কার্যালয় ভাড়াসহ অন্যান্য খরচ দিতে হচ্ছে সরকারকে। অন্যদিকে বন্ধ থাকায় কারখানার যন্ত্রপাতি নষ্ট হওয়াসহ সম্পদের অপচয় হচ্ছে। বেদখল হচ্ছে জায়গাজমি।
শুরুর দিকে মোহিনী মিলসহ ৪টি কারখানা বিক্রির দায়িত্ব দেওয়া হয় লিকুইডেশন সেলকে। বাকি ৩টি আদর্শ কটন স্পিপিং এ্যান্ড উইভিং মিলস লিমিটেড, ঢাকেশ্বরী কটন মিলস লিমিটেড-১ ও ঢাকেশ্বরী কটন মিলস-২ বিক্রি করতে পেরেছে তারা।
পরে ২০০৩ ও ২০০৪ সালে বাংলাদেশ টেক্সটাইল মিলস লিমিটেড, চিশতী টেক্সটাইল মিলস লিমিটেড, মসলিন কটন মিলস লিমিটেড ও ওরিয়েন্ট টেক্সটাইলস মিলস লিমিটেড নামে আরও ৪টি কারখানা বিক্রির জন্য এই সেলকে দায়িত্ব দেয় মন্ত্রনালয়। এগুলোর মধ্যে শুধু বাংলাদেশ টেক্সটাইল মিলস লিমিটেড বিক্রি হয়েছে। ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত এই লিকুইডেশন সেলে ৩৫ জন কাজ করছেন।
বার্ষিক প্রতিবেদনে জানা যায় যে, গাজীপুরের মসলিম কটন মিলস ১৩৫ কোটি টাকায়, কুমিল্লার চিশতী টেক্সটাইল ৩৫ কোটি টাকায় এবং কুষ্টিয়ার মিলপাড়ার ২৯ দশমিক ৩৬ একর জমির মোহিনী মিল ২০ কোটি টাকায় তিনটি কারখানা যথাযথ প্রক্রিয়া না মেনে বিক্রি করা হয়েছিল বলে কর্মকর্তারা জানান।
যথাযথ প্রক্রিয়া মেনে বিক্রি না করায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে মোহিনী মিলস ও চিশতী টেক্সটাইল সরকার ফেরত এনেছে। তবে মসলিন কটন মিলস সরকার ফেরত আনতে পারেনি। সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, এই সেলের মতো প্রতিষ্ঠান গুলোর প্রতি সরকারের মনোযোগ নেই। এগুলো অর্থনীতির দুষ্টুচক্র সৃষ্ঠি করছে, যা সবদিক থেকেই লোকসান।

শেয়ার করুনঃ