
লাল সবুজের বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে রক্ষা করার জন্য যারা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সম্মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান শনিবার (২১ অক্টোবর) বিকেলে এ তথ্য জানিয়েছেন। সেই সাথে থানার ওসির রুমে গিয়ে বিশেষ এই চেয়ারটি দেখা গেছে।
এ বিষয়ে ওসি সিদ্দিকুর রহমান বলেন- ‘মহান স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, সেই মহান বীর মুক্তিযোদ্ধা, যারা বাংলাদেশের মহান স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের গৌরব উজ্জ্বল অর্জনকে সম্মানিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা যারাই আসেন, তারা মূলত আমার রুমেই বসেন। তাই আমার রুমেই আসনটির ব্যবস্থা করা হয়েছে।’
তিনি বলেন, ‘সব সময় তো মুক্তিযোদ্ধারা আসেন না। আর আসলেও একজনের বেশি খুব কমই আসেন। তাই আপাতত একটি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।’