
ডেস্ক রিপোর্ট :
প্রায় ১৪ মাস মেট্রোরেল চালুর পরেও পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না বলে যাত্রীরা মনে করছেন। উত্তরা- আগারগাঁও অংশে দৈনিক ১২ ঘণ্টা মেট্রোরেল চললেও আগারগাঁও-মতিঝিল অংশে চলছে মাত্র ৪ ঘণ্টা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশেই শুরু হচ্ছে বাংলা ভাষীদের, বাঙালির প্রাণের মেলা বইমেলা। বইমেলা দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চললেও সকাল ১১টার পরে বন্ধ থাকে মেট্রোরেলের সুবিধা। এজন্য বইমেলায় মেট্রোরেলের সুবিধা চাচ্ছেন বইমেলায় অংশগ্রহণকারী লেখক-প্রকাশকরা। এদিকে কয়েকদিনের মধ্যে আগারগাঁও-মতিঝিল অংশে দৈনিক ১২ ঘণ্টা মেট্রোরেল চালুর আশাবাদ প্রকাশ করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনেকের মতে, মেলার পূরো মাসটাতে রাত দশটা পর্যন্ত মেট্রোরেল সেবা চালু থাকা উচিত। হয়তো রাত ৯টার সময় বইমেলা শেষ হয়ে যাবে। পাঠক দর্শনার্থীদের কথা ভাবলে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকলে হয়। কিন্তু মেলার স্টল কর্মীদের কথাও বিবেচনা করা উচিত। তাদের সংখ্যাও কম না। মেট্রোরেল এবারের বইমেলার জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে আমরা দেখতে চাই। আশা করি কর্তৃপক্ষ আমাদের হতাশ করবে না। বাংলাদেশ মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বলেই এখন মিরপুর থেকে শাহবাগ আসতে ১৫-২০ মিনিটও লাগে না। মেলা দুপুর ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে । মেট্রোরেল চালু থাকলে ওই সময় প্রত্যাশার চেয়ে বেশি মানুষ যাতায়াত করবে বলে অনেকের ধারনা । যাতায়াত এ সহজ সময় কম একেবারে টিএসসি পর্যন্ত নামার সুযোগ। এই সময়ে মেট্রোরেল চালু থাকলে একটা জমজমাট বইমেলা হবে। বইমেলা এখন আমাদের জাতীয় সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিপুল মানুষের সমাগম ঘটে বইমেলায়। মেলা শেষে দেখা দেয় যানবাহনের সংকট। মেট্রোরেল এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। মেট্রোরেল চালু থাকলে মিরপুর, উত্তরা, টঙ্গিসহ আশপাশের এলাকার মানুষ সহজেই মেলায় যাতায়াত করতে পারবেন। তাই মেলা চলাকালীন রাত ৯টা পর্যন্ত মেট্রোরেল চালু রাখার দাবি লেখক, প্রকাশকের। আজ থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা। এই উপলক্ষে সেখানকার মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশেও পরিবর্তন আনা হোক। তাতে উপকৃত হবে বইপ্রেমী মানুষেরা। মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের সময় বাড়িয়ে দিচ্ছি। কয়েকদিনের মধ্যেই রাত ৮টা পর্যন্ত বাড়বে (আগারগাঁও-মতিঝিল)।