
মু. রিয়াজুল ইসলাম লিটন :
চট্টগ্রাম থেকে মন্ত্রিত্ব পাওয়া ড. হাছান মাহমুদ (পররাষ্ট্রমন্ত্রী) ও মহিবুল হাসান চৌধুরীকে (শিক্ষামন্ত্রী) অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার এই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজ বুধবার কয়েকটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞাপন দেয়া হয়েছে।
নব নিযুক্ত দুই মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় যে বিজ্ঞাপন দেয়া হয়েছে সেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র নজরে আসায় এই বিজ্ঞাপনের খরচ কোন খাত থেকে নির্বাহ করা হবে তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আজ বুধবার ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দেওয়া সংস্থাটির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ–পরিচালক মোঃ গোলাম দস্তগীরের সই করা এক চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী-কে দ্যা ডেইলি স্টার, দ্যা ডেইলি সান, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, দ্যা ডেইলি অবজারভার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক সমকালসহ একাধিক সংবাদপত্রে চার কালার বিজ্ঞাপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। পত্রিকায় প্রকাশিত এই বিজ্ঞাপনের ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তার তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে চিঠিতে।
এতে আরো বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা হতে গত ১২ জানুয়ারি জারিকৃত নোটিশের নির্দেশনা কেন অনুসরণ করা হয়নি সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রেরণের অনুরোধ করা হলো।
এদিকে যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সমস্যা রয়েছে, রয়েছে পরিবহন সংকটও, খাবারের মান যা ইচ্ছে তাই। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরাদ্দের টাকায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর কারনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।