
নাটোরের লালপুরে দেহ ব্যবসার অভিযোগে গণধোলাই দিয়েছে।
নাটোরের লালপুরে উপজেলার মোহরকয়া গ্রামে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ২ নারীসহ ৪ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
জানাজায় দীর্ঘদিন যাবত দেহ ব্যবসা করে আসিতেছিল উত্তর লালপুর গ্রামের বরাত আলী(৫৫), লালপুরের বুধপাড়া গ্রামের মামুন (৫০),পালুহা গ্রামের শিলা খাতুন (২৭),ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খাদিজা খাতুন (২৩)স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ধরে বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের আব্দুর রশিদ তার বাড়িতে বিভিন্ন জায়গা থেকে নারীদের নিয়ে এসে দেহ ব্যবসা করে আসছিল।মঙ্গলবার রাত ৯টার দিকে আব্দুর রশিদের বাড়ি থেকে ২ নারী এবং ২টি পুরুষসহ মোট ৪ জনকে আটক করে রশি দিয়ে গাছের সাথে বেঁধে গণধোলাই দেয়।পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাসিম আহাম্মেদ জানান, আটককৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।