ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু
গাজায় হামলার প্রতিবাদে হরিরামপুর ঝিটকাতে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে কালীগঞ্জে বিক্ষোভ
মার্চে সীমান্তে ৩৩৭ বাংলাদেশি ও ১৪ ভারতীয় আটক, মিয়ানমারে ফেরত ৬৪৭
বাঙ্গালহালিয়া বাজারের পথচারীদেরকে শরবত খাওয়াচ্ছেন তরুণ -তরুণীরা
পবিপ্রবিতে সুসজ্জিত ট্রেজারার কার্যালয়ের শুভ উদ্বোধন
বিরামপুরে স্কাউটস দিবস পালিত
ওসির গোপন মদদে শতাধিক ড্রেজার মেশিনে খনিজ বালি পাথর চুরির অভিযোগ
হাতিয়া থেকে ভাষানচরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।
গাইবান্ধায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার: দেশীয় অস্ত্রসহ যুবক আটক
মদনে রাস্তা পার হওয়ার সময় অটো চাপায় শিশুর মৃত্যু
ফিলিস্তিনের উপর নির্যাতন বন্ধে রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কুয়াকাটায় খাল পরিস্কার পরিছন্নতা কর্মসূচির উদ্বোধন

পটুয়াখালী দলিল লেখক সমিতি’র নির্বাচনে আমিনুল ইসলাম সভাপতি ,সম্পাদক জিয়াউর রহমান জুয়েল মৃধা নির্বাচিত

সুত্রে জানা গেছে, শান্তি পূর্ণ পরিবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী সদর শাখার-২০২৪ ইং’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পটুয়াখালী সদর পুরাতন সাবরেজিস্টার অফিসে উক্ত ভোট অনুষ্ঠান শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টার সময় শেষ হয়। এ নির্বাচনে বেসরকারি ভাবে সভাপতি পদে মোঃ আমিনুল ইসলাম আকন(৭৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সিদ্দিকুর রহমান আখন্দ(৩৭) ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মোঃ আবদুর রব কিসলু(৮১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সামসুল হক সোহেল গাজী (৬৩) ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা(৯২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দ্বীন ইসলাম তালুকদার (২০) ভোট পেয়েছেন।যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মামুন হাওলাদার (জহির) (৭৭) ও মোঃ মতিউর রহমান তালুকদার (৭৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইউসুফ আকন(৫৬) ভোট পেয়েছেন। ক্যাশিয়ার পদে মোঃ শাহজাহান তালুকদার (৮০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাজমূল আহমান(৩৩) ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইলিয়াস হোসেন হাওলাদার (৬৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরুল ইসলাম ভুট্ট মৃধা(৪৭) ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান(জিয়া)(৭৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ -আল- মামুন (৩৪) ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে মোঃ নেছার উদ্দিন( কামাল)(৬০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আল-মামুন(৫৩) ভোট পেয়েছেন।ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ খায়রুজ্জামান (৭৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহিউদ্দিন মোল্লা (৩৫) ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন (৬৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মানিক তালুকদার (৪৪) ভোট পেয়েছেন।এছাড়াও সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ জন। যারা সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, মোঃ মজিবুর রহমান শাহিন,মোঃ সাইফুল ইসলাম সুজন,মোঃ রাসেল ইকবাল, মোঃ ফিরোজ আলম ও মোঃ রেজাউল হক। উক্ত নির্বাচন পরিচালনা করেন, এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ নুরুল হক, সহকারী নির্বাচন কমিশনার মোঃ আলমগীর হোসেন তালুকদার, আবদুল লতিফ খন্দকার ও মোঃ সেলিম হাওলাদার। এছাড়াও এসময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, হাজী সুলতান আহমেদ মৃধা,মোঃ আলমগীর হোসেন ও মোঃ আবুল হাসান। এ নির্বাচন শেষে ফলাফল ঘোষণার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী সদর সাব রেজিস্ট্রার মোহাম্মদ ফারুক ও উক্ত অফিসের অফিস সহকারী আবদুর রব ও রেকর্ড কিপার মোঃ মিজানুর রহমান মিন্টু প্রমুখ। এ নির্বাচনে ১১৩ ভোটার বৃন্দ তাদের ভোট প্রয়োগ করেন।এর মধ্যে ২৫ টি ভোট বাতিল হয় বলে জানা যায়। প্রসঙ্গত : বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী সদর উপজেলা শাখার এ নির্বাচন প্রায় ৩০ বছর পর অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

শেয়ার করুনঃ