ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের পক্ষে কাজ করায় কর্মীদের উপর হামলা

মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের পক্ষে কাজ করায় কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় দুজন আহত হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চমেক) ভর্তি করা হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চৌধুরী পাড়াস্থ মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, মঞ্জুরুল হাসান মঞ্জু (৪৪) এবং মাইনুল হাসান আশরাফ (৪৫)। এরমধ্যে আশরাফ মিরসরাইয়ের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের নির্বাচনী এজেন্ট ছিলেন। আর মঞ্জু গিয়াসের পক্ষ হয়ে নির্বাচনী মাঠে কাজ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের পক্ষ হয়ে কাজ করায় তাঁর কর্মীদের উপর হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। এসময় মো. মাহফুজুল হকের নেতৃত্বে তাঁর ছেলে মনির উদ্দিন ও তৌহিদুল আলম, জামসেদ আলমসহ আরও কয়েকজন মিলে এ হামলা চালায়। এতে মঞ্জুরুল হাসান মঞ্জু এবং মাইনুল হাসান আশরাফ নামে দুইজন আহত হয়েছেন। তারা দুইজনই স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের পক্ষ হয়ে নির্বাচনী মাঠে কাজ করেছিলেন।
হামলার বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দীন (স্বতন্ত্র প্রার্থী) বলেন, ‘তারা (নৌকার সমর্থক) আমাকে এবং আমার কর্মীদের নানাভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত তারা আমার কর্মীদের উপর হামলা চালাচ্ছে। আজ (রবিবার) সকালে আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওসি সাহেবকে মৌখিকভাবে জানিয়েছি। আহতদের চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘হামলার বিষয়ে খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুনঃ