ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

নড়াইলে অনলাইনে কম্বল বিক্রির নামে প্রতারণা, আপন দুই ভাই গ্রেফতার

নড়াইলে “ইলোরা ফ্যাশন” নামক ফেইসবুক পেইজে বিভিন্ন প্রকার কম্বলের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগে প্রতারক আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো: মেহেদী হাসান। এর আগে এদিন ভোরে জেলার কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আ: কুদ্দুস শেখের দুই ছেলে মো: শাহজালাল শেখ (২৭) এবং মো: শাহ্ জামান (২৩)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৪ ডিসেম্বর ভুক্তোভুগী মো: রেজওয়ান সিদ্দিকি ইমরান (৩২) “ইলোরা ফ্যাশন” নামক ফেইসবুক পেইজে কম্বলের বিজ্ঞাপন দেখে ১,৫৫০ টাকা মূল্যের ২টি কম্বল অর্ডার দেন। প্রতারক চক্র তাকে ম্যাসেঞ্জারে কল দিয়ে কুরিয়ার খরচ বাবদ অগ্রিম টাকা চাইলে ভুক্তভোগী নগদ একাউন্টে টাকা পাঠায়। পরে বিভিন্ন ছলচাতুরী করে ভুক্তভোগীর কাছ থেকে ছয় ধাপে সর্বমোট ২৭,৯০০ নগদ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয়। এঘটনার ভুক্তভোগী বাদী হয়ে (৮ জানুয়ারি) অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ নড়াইল জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম প্রতারক চক্রকে সনাক্ত করে মঙ্গলবার ভোরে জড়িত দুইজনকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন ও ১৬টি বিভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিম উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় ঘটনার সত্যতা স্বীকার করেছে। এই চক্রটি দেশের বিভিন্ন জেলার মানুষকে অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ জানায় তাদের মোবাইল সিমের বিকাশ একাউন্টের স্টেটমেন্ট পর্যালোচনা করে দেখা গেছে গেলো ১ বছরে সর্বমোট ২৩,৪৫,৫৪৬ টাকা লেনদেন করেছে। এছাড়া, আসামী মো: শাহজালাল শেখ এর নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালী থানায় এবং ২০২২ সালে হাজরীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক ২টি প্রতারণার মামলা রয়েছে।

শেয়ার করুনঃ