ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান
ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যুবক গ্রেফতার
রাজধানীতে ৬ হাজার ইয়াবাসব ৫ শীর্ষ মাদক কারবারি আটক
গেমিং ও এআই’র নতুন যুগের সূচনা: গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজ বাজারে
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ

নকলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ উপনেতা সদ্য নির্বাচিত মতিয়া চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

 শেরপুর জেলার নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত ও নবনির্বাচিত (ষষ্ঠ বার) সংসদ সদস্য, জাতীয় সংসদ উপনেতা বাংলার অগ্নিকন্যা খ্যাত বেগম মতিয়া চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
৮জানুয়ারি সোমবার রাতে প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে নকলা পৌর শহরের জালালপুর এলাকাস্থ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পকৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর বাসভবনে গিয়ে নকলা প্রেসক্লাবের পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জনানো হয়।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য প্রথিতযশা সাংবাদিক মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু,  যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, সদস্য রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাত, তরুণ সাংবাদিক হাসান মিয়াসহ অন্যান্যদের মধ্যে সরকারি হাজী জালমামুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল মনসুরসহ অনেকে উপস্থিত ছিলেন।
নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ষষ্ঠবারের মতো বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত বেগম মতিয়া চৌধুরী”র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তাছাড়া এমন মহাননেত্রীকে বারবার নকলা-নালিতাবাড়ীর রাজনৈতিক অভিভাবক হিসেবে নির্বাচিত করায় নির্বাচক মন্ডলী তথা ভোটারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
এসময় জাতীয় সংসদ উপনেতা বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী বলেন- “আপনাদের লেখনীর মাধ্যমেই দেশ-জাতির উন্নয়ন ও সম্ভাবনা সমূহ দেশ-বিদেশের জনগন জানতে পারেন”। তাই সব সময় দেশ, জাতি ও সরকারের উন্নয়ন ও সম্ভাবনা সমূহ বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার আহবান জানান তিনি। বিদায়ের প্রাক্কালে নকলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের  উত্তরোত্তর সাফল্য কামনা করেন অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী।
সবশেষে প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু নকলাবাসীর অহংকার নিরাপদ আশ্রয়ের কান্ডারী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী-কে প্রেস ক্লাবের পক্ষে ফুললে শুভেচ্ছা জানানোর জন্য অতিস্বল্প সময়ের নোটিশে যথা সময়ে উপস্থিত হওয়া কলম সৈনিক সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ষষ্ঠবারের মতো ভোটারদের মহামূল্যবান রায়ের মাধ্যমে নকলা ও নালতাবাড়ীর সাধারণ জনগণ আবারো নিরাপদে বসবাসের পরিবেশ পেলেন বলে মনে করছেন নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ