ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান
ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যুবক গ্রেফতার
রাজধানীতে ৬ হাজার ইয়াবাসব ৫ শীর্ষ মাদক কারবারি আটক
গেমিং ও এআই’র নতুন যুগের সূচনা: গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজ বাজারে
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ

র‌্যাবের গোয়েন্দা সদস্য পরিচয়ে প্রতারণা,সাবেক পুলিশ সদস্য গ্রেফতার

রংপুর জেলার কাউনিয়া থানার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মো: জাহিদুল ইসলামের কাছে গিয়ে নিজেকে র‌্যাবের গোয়েন্দা পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন এক ব্যক্তি। বিষয়টি এই জনপ্রতিনিধির সন্দেহ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। খবর পেয়ে র‌্যাব-১৩’র কর্মকর্তারা আইন-শৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে দেওয়ার অভিযোগে সহযোগিসহ সাবেক এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- মো. আবু সাঈদ (৩৫) ও তার সহযোগী সাজেদুল ইসলাম সৌরভ (৩২)।

এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, জ্যাকেট, প্যাড, নেমপ্লেট, ভুয়া কমান্ড সার্টিফিকেটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয। গতকাল বুধবার (৩ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব)। গত ২৯ ডিসেম্বর থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত দেশের সব কটি সংসদীয় আসনে মোতায়েন থাকবে এলিট ফোর্স।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখতে জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব ফোর্সেস। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোন ধরণের নাশকতা কিংবা সহিংসতা ও সন্ত্রাসীসহ বিভিন্ন ধরণের অপরাধ দেশব্যাপী নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় রংপুরের কাউনিয়া বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবু সাঈদ ও সাজেদুল ইসলাম সৌরভ গ্রেফতার করা হয়।

সাবেক পুলিশ সদস্যের প্রতারণার বিষয়ে তিনি বলেন, আবু সাঈদ বাংলাদেশ পুলিশে রংপুর জেলায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। তিনি বাহিনীর শৃঙ্খলা বহির্ভুত কার্যক্রমে জড়িত থাকায় গত বছর পুলিশ থেকে চাকুরীচ্যুত করা হয়। এছাড়াও পুলিশে কর্মরত থাকার সময়ে র‌্যাবেও কাজ করেছেন। চাকুরীচ্যুত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে তিনি র‌্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্যের ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে নতুন প্রতারণা শুরু করেন সাঈদ। তিনি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ভোট কেন্দ্রে বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে টাকা আদায়ের করেন। আবু সাঈদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছুদিন ধরে রংপুর জেলার কাউনিয়া থানার ৫নং কাউনিয়া বালাপাড়া বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের সদস্য এবং বিভিন্ন প্রার্থীর অনুসারীদেরকে আইন-শৃঙ্খলা বাহিনীর ভুয়া সদস্য পরিচয় দিয়ে নির্বাচনে ভোট কেন্দ্রে অনৈতিক সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছিল। পরবর্তীতে রংপুর জেলার কাউনিয়ার বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিষয়টি সন্দেহ হলে তিনি র‌্যাব-১৩ তে অভিযোগে করেন। অভিযোগের ভিত্তিতে সাঈদ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ