
ভাগাভাগির ডামি নির্বাচনের নামে ঘরোয়া কাউন্সিল বর্জন করতে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত করার দাবীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের নির্দেশনায় আজ বুধবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম দক্ষিণ জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দোগে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড গুলোতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
পটিয়া: উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী কামাল উদ্দীনের নেতৃত্বে ৭নং জিরি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আবু, মোহাম্মদ নাসির, ইউনিয়ন যুবদল নেতা মোঃ মোর্শেদ, ছাত্রদল নেতা মোঃ আলমগীর সহ নেতাকর্মীরা জিরি ইউনিয়নের সাঁইদাইর ৫নং ওয়ার্ডে, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ হাবিবের নেতৃত্বে কুসুমপুরা ৩নং থানামহিরা ওয়ার্ডে এবং ৪নং কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ নাঈম ও ছাত্রদল নেতা হাসান সিকদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল নেতা ইউসুফ, ছাত্রদল নেতা খোকন, আশিক, তানভীর, মহিউদ্দিন সহ নেতাকর্মীরা ইউনিয়নের লাখেরা, চাপড়া বড়ুয়া পাড়া ও হিন্দু পাড়ায় লিফলেট বিতরণ করেছে।
বাঁশখালী : উপজেলা বিএনপি নেতা মোঃ নুর হোসেন, ইসমাইল মেম্বার, হামিদ বাহার চৌধুরী ও এবাদুল হক মেম্বারের নেতৃত্বে বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামে লিফলেট বিতরণ করা হয়েছে।
সাতকানিয়া : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক সোলাইমান বাবুলের নেতৃত্বে কেরানি হাটে লিফলেট বিতরণ করা হয়েছে।
উত্তর সাতকানিয়া : সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা আবুল হোসেনের নেতৃত্বে বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।
দক্ষিণ জেলা ছাত্রদল: সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর শাহেদ খাঁন রিপন সহ কর্ণফুলী, বাঁশখালী, আনোয়ারা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা কর্ণফুলী উপজেলার ফকিরনী হাট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে।