
রাজশাহীর তানোরে পাড়া মহল্লায় নৌকার পক্ষে উঠান বৈঠক ও ব্যাপক জনসংযোগ করছেন প্রার্থী নেতা-কর্মি ও সমর্থকরা। ফলে, উঠান বৈঠক ও জনসংযোগে মুখোর পাড়া মহল্লায় নৌকার পালে হাওয়া লেগেছে। নৌকার পক্ষে প্রায় প্রতিটি পাড়া মহল্লায় উঠান বৈঠক ও জনসংযোগ প্রচুর ব্যাস্থ্য সময় পার করছেন নেতা-কর্মি ও সমর্থকরা।
অপর দিকে থেমে নেই স্বতন্ত্র কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানী ও স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহী জনসংযোগ প্রচার প্রচারনায়। জনসংযোগ ও প্রচার প্রচারনা মাঠে বিএনএম’র নোঙ্গর প্রতিকের প্রার্থী শামসুজ্জোহা বাবু ও স্বতন্ত্র বেলুন প্রতিকের প্রার্থী আয়েশা সিদ্দিকা ডালিয়া প্রচার প্রচারনা ও স্বল্প পরিসরে জনসংযোগে দেখা মিললেও মাঠে দেখা নেই অন্য প্রার্থীদের।
মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত বাধাইড় ইউপি মুন্ডমালা পৌর এলাকা ও পাুচন্দর ইউপির কয়েকটি স্থানে উঠান বৈঠক ও জনসংযোগ করেছেন বর্তমান সাংসদ আ’ লীগ দলীয় নৌকার প্রার্থী আলহাজ ওমর ফারুক চৌধুরী। অপর দিকে পৃথক পৃথক ভাবে নৌকার পক্ষে পাুচন্দর ইউপির ও কলমা ইউপি কয়েকটি স্থানে উঠান বৈঠক ও জনসংযোগ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অপর দিকে তানোর পৌর এলাকা ও কামারগাঁ ইউপির বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহী ও বেলুন প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আয়েশা সিদ্দিকা ডালিয়া। বিএনএম’র নোঙ্গর প্রতিকের নেতা-কর্মিরাও তানোর পৌর এলাকা ও কামারগাঁ ইউপির বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন।
প্রচার প্রচারনা ও উঠান বৈঠক ও জনসংযোগে এগিয়ে রয়েছেন নৌকার পক্ষের নেতা-কর্মি ও সমর্থকরা। সব মিলিয়ে প্রচার প্রচারনা উঠান বৈঠক ও জনসংযোগে এগিয়ে রয়েছেন নৌকার পক্ষের নেতা-কর্মি ও সমর্থকরা। ফলে, নৌকার পালে বিজয়ের হাওয়া লাগার পাশাপাশি মুখোর হয়ে উঠেছে পাড়া মহল্লা, হাট বাজার, দোকান পাট।
ফলে, জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারনা ও জনসংযোগ। নৌকার পক্ষে জনসংযোগে প্রার্থী, নেতা-কর্মি ও সমর্থকরা উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে ভোট প্রার্থনা করছেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরাও উন্নয়নের আশ্বাষ দিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটাররা উন্নয়নের সার্থেই ভোট দিবেন বলে জানান ভোটাররা।