ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭

সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করে যাচ্ছি: রাজস্থলীতে ডিসি মোশারফ হোসেন খান

সকলকে সাথে নিয়ে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই,নির্বিঘ্নে ও নির্ভয়ে যাতে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ।একটি শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক আরোও বলেন, রাজস্থলী উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী, হেডম্যান এবং কারবারি,শিক্ষক ,সাংবাদিক, সংবাদ কর্মী সহ সকল স্থানীয় ব্যক্তিবগদের সাথে নিয়ে আমরা একটা ভালো নির্বাচন উপহার দিতে চাই। রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২রা জানুয়ারি)সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নিবাচনী কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা,বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি,সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, হেডম্যান,কারবারি, সাংবাদিক এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপজেলা ওসি লেএসডি আশিষ ভৌমিক এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আবদুল্লাহ আল মাহিন,জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন,রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অথ)মারুফ আহমেদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সাইকুল আহমেদ ভুইয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ওসি ইকবাল হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম , হেডম্যান উথিনসিন মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী,সাংবাদিক আজগর আলী খাঁন,কারবারি মেসিং মারমাসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ