
উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।২ জানুয়ারি সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল বাশার লিটন ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ২নং পশ্চিম সাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (নরেন ঠেড়াবাড়ী) ভোট কেন্দ্রের আহবায়ক করা হয়েছিল উজিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদারকে। কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে,আসাদ হাওলাদার এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার পক্ষে কাজ করছে।
তাই তাকে সাতলা ২ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার সরদার, ২নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মোঃ ফারুক মোল্লাকে উক্ত ভোট কেন্দ্রের দায়ীত্ব দেওয়া হলো।