
রাজশাহীর মোহনপুরে পল্লী কবি জসীম উদদীনের
১২০তম শুভ জন্ম দিন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার বেলা এগারোটায় জাহানাবাদ শতফুল স্কুল ও শতফুল সংগীত বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনজিও শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রেজাউল করিম, কো-অর্ডিনটর হুমায়ুন কবির মুক্তা, স্বাস্থ্য বিভাগের প্রধান সুরাতন নেসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পার্টটাইম শিক্ষক তুষার মাহমুদ শিপন প্রমুখ।
কবিতা, গান নানা আয়োজনে পল্লী কবিকে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়।