
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে বই উৎসব। নতুন বছরের প্রথম দিনে উপহার হিসেবে বিনামূল্যে পাঠ্যবই পেয়ে খুশিতে আত্মহারা সরাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১জানুয়ারি) সকালে সরাইল উপজেলা সদরে অবস্থিত প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা দলবেঁধে স্ব-স্ব স্কুল ও মাদ্রাসায় গিয়ে বই গ্রহণ করেছে। সরাইলের একাধিক স্কুলে এমন চিত্র দেখা গেছে। বই বিতরণ উপলক্ষে প্রতিটি স্কুল ও মাদ্রাসা মাঠে দেখা গেছে শিশু কিশোর ও শিক্ষার্থীদের সেই চিরাচরিত ভীড়।
বই বিতরণ উৎসবকে কেন্দ্র করে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবা উল আলম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা সদরের স্বল্প নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষবিদরা অংশ গ্রহণ করেছেন।