ঢাকা, শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় তিন গ্রামের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান: নেই কোনো পাকা রাস্তা
মাধবপুরে ট্রাক পিকাপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা:সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ গ্রেফতার
সেনা অভিযানে ৭ দিনে সারাদেশে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩৯০
“ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল
পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা
পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অবৈধ পরিচয়পত্র আটক,কেরানী বহিষ্কার
আত্রাইয়ে সিদ্ধেশ্বরী মোড় থেকে সামাদের মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে
কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শণ
ভূরুঙ্গামারীতে জামায়াতের সুধী সমাবেশ
আত্রাইয়ে বিষ প্রয়োগ করে দাদা ও চাচার বিরুদ্ধে এক কিশোরীকে হত্যার অভিযোগ
নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

নান্দাইলে পালের বাতাসে ছুটছে নৌকা: বাতাসে মেলে ধরছে ঈগলের ডানা

৭ই জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। এরই মধ্যে প্রচারণার বাকী আর মাত্র ৫ দিন। শেষ মহুর্তে জমে উঠছে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে নবীন-প্রবীণের লড়াই। নান্দাইল নির্বাচনী এলাকায় পালের বাতাসে ছুটছে নৌকা। আর বাতাসে মেলে ধরছে ঈগলের ডানা। প্রতিদিনই প্রার্থীরা দিন-রাতকে এক করে চালিয়ে যাচ্ছে তাদের প্রতীকের প্রচারণা। এ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে ভোটারদের মন যোগাচ্ছেন সাবেক দুইবারের সংসদ সদস্য
ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি। অপরদিকে নৌকার বিপরীতে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করছেন দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আব্দুস সালামের পক্ষে কাজ করছেন তাঁরই বড় কন্যা মহিলা নেত্রী ওয়াহিদা হোসেন রূপা, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ। অন্যদিকে ঈগলের প্রার্থী এমপি তুহিনের আসনটি ধরে রাখতে কাজ করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়,বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান সহ তাঁর সমর্থিত নেতাকর্মীরা। সরজমিন পরির্দশনে জানাগেছে, নৌকা ও ঈগল প্রতীকের পোস্টারে ভরে গেছে নান্দাইল উপজেলা সদর সহ প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ড। বুট-মুড়ি আড্ডা ও চায়ের কাপে চুমুকে চুমুকে সাধারন মানুষের মুখে চলছে নৌকা ও ঈগলের নির্বাচনী আলোচনা। নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বিপুল উৎসাহ উদ্দীপনা জমে আছে ভোটারদের মনে।

স্ব স্ব প্রার্থীর সমর্থকরাও থেমে নেই। সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দিন শেষে অফিস কার্যালয়ে এসে ভোটের অংকের হিসাব কষছেন। চলছে প্রার্থীদের মাইকিং প্রচারণা সহ উঠান বৈঠক ও জনসভা, পথসভার মাধ্যমে ব্যাপক প্রচারণা। ভোটারদের সামনে তুলে
ধরছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির ফুলঝুঁড়ি। এখানে নৌকা প্রার্থী বয়সে প্রবীণ হলেও থেমে নেই প্রচারণা। অপরদিকে ঈগল প্রতীকের প্রার্থী বয়সে নবীন হওয়ায় প্রচারণার কমতি রাখছেন না। এ যেন নবীন-প্রবীণের তমুল ভোটের লড়াই। উভয় প্রার্থীই জোর দিচ্ছেন মহিলা ভোটারদেকে। তবে আগামী ৭ই জানুয়ারী ১২১টি কেন্দ্রে অপেক্ষমান নান্দাইল উপজেলার ৩ লাখ ৫৭ হাজার ৫১৭ জন ভোটার।

শেয়ার করুনঃ