ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭

নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার ফাজিল-আলিম ১ম বর্ষের ক্লাস উদ্বোধন

সদ্য অনুমতি প্রাপ্ত নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ফাজিল ও আলিম ১ম বর্ষের ক্লাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

একই সাথে ফাজিল ও আলিম প্রথম সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসার হলরুমে এক আনুষ্ঠানের মাধ্যমে ফাজিল ও আলিম প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কমিশনার ভূমি) শামসুদ্দিন মোঃ রেজা বলেন,কম্পিউটারের উপর দক্ষতা, ভাষাগত দক্ষতা ও রিডিং পড়ার দক্ষতাসহ শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় তিনি মাদ্রাসায় উন্নীত করন বিষয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানান।

মাদ্রাসা পরিচালনা কমিটি ও সাবেক উপজেলা আওয়ামিলীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মওলানা ছৈয়দ হোসাইন। উদ্বোধনী ক্লাসের সবক প্রদান করেন গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মওলানা মোঃ আইয়ুব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপির চেয়ারম্যান নূরুল আবছার ইমন,ঘুমধুম মিশকাতুন্ননবী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ সেলিম উল্লাহ, বাইশারী শাহ নুরুলদীন দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ নুরুল হাকিম,পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আলম,উপাধ্যক্ষ হেলাল উদ্দিন, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ হাকিম আলী,স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সত্তার মাদ্রাসার সাবেক ছাত্র মাস্টার্স পরিক্ষায় এ দেশ সেরা মোঃ আবু নাছের,ছাত্র মিজানুর রহমান, আব্দুল্লাহ। শিক্ষক মোঃ জলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মওলানা ইজ্জত আলী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলভীর কাটা আলগিফারী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা শামসুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য সাবেক মেম্বার মির আহাম্মদসহ মাদ্রাসার সকল শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সাবেক ছাত্র আবু নাছের মাস্টার্সে বাংলাদেশে সর্বোচ্চ রেজাল্ট অর্জন করায় ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুনঃ