ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হতো ছিনতাইকৃত গাড়ি

দেশের জনপ্রিয় রাইড শেয়ার উবারের গাড়ি ভাড়া করে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি বলছে, ছিনতাকরা গাড়ি নিয়ে ফের রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করত এই চক্রটি। চলতি বছরের মে মাসের ১৯ তারিখ যাত্রীবেশে গাড়িটি ছিনতাই করা হয়। এরপর গত সাত মাস ধরে সেই গাড়ি ব্যবহার করে ছিনতাই করত তারা।

গাড়ি ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো- আবু ছালেক জুয়েল (৩৩), ২। মো. মিজানুর রহমান (৩৫), ৩। মো. সোহাগ হাওলাদার (৩৫)।

গতকাল রাজধানীর মিরপুরের পল্লবীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময়ে ছিনতাই হওয়া গাড়ি ও মোবাইল উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানানা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ঢাকা শহরে উবার একটি জনপ্রিয় যানবাহন। দিনে রাতে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই মাধ্যমটি কিছু ছিনতাইকারী যাত্রী বেশে উঠে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এমনই চলতি বছরের ১৯ মে মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকায় যাত্রীবেশে একদল ছিনতাইকারী অ্যাপসের বাইরে উবার চালক মো. মাঈনুদ্দিনের গাড়ি ভাড়া করে। এরপর গাজীপুর চান্দরার এলাকায় যায়। এরপর সেখান থেকে তুরাগ থানাধীন দিয়াবাড়ী মেট্রোরেল এলাকায় এসে অস্ত্রের মুখে চালকের গাড়ি ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি গোয়েন্দাপুলিশের উত্তরা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ সাত মাস পর ছিনতাই হওয়া গাড়িটি নরসিংদী থেকে ও চালকের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে সিএনজি ছিনতাই করে সেটার চালককে হত্যা করেছে। সে ঘটণায় কিন্তু আমরা সিএনজিও উদ্ধার করেছি এবং আসামীকেও উদ্ধার করেছি। এমন অনেক ঘটনা আছে। এই জন্য আমরা বলছি আমাদের সকলকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমরা অতি লোভে বেশি টাকার বিনিময়ে যেনো চুক্তির ভারায় না যায় সেটাও খেয়াল রাখতে হবে।

রাতে ঢাকার সড়কে গাড়ি চালানো চালকদের উদ্দেশ্যে ডিবি প্রধান বলেন, রাতের বেলা যারা উবার বা ভাড়ায় গাড়ি চালায় তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে আমরা কেউ যদি এমন ছিনতাইয়ের কবলে পরি তাহলে আমাদের তাৎক্ষনিক ভাবে থানায় জানাতে হবে। সকলকে সতর্ক থাকতে হবে যাতে আমরা সিস্টেমের বাইরে না যাই।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ