ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭

বারইখালী ইউনিয়নবাসীর লবনাক্ততা দূরীকরণে টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে-এইচ,এম, বদিউজ্জামান সোহাগ

মোরেলগঞ্জ বারইখালী ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত নৌকা মার্কার পক্ষে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।(শনিবার ৩০ ডিসেম্বর) তেতুল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ।

এ সময় বারইখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লালএর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ডা.মোসলেম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার,

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার,আওয়ামী লীগ নেতা মুসফেকুর রহমান নাহার, বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান আউয়াল খান মহারাজ,বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী খান ,জাহাঙ্গীর হোসেন বাদশা, সাইফুল ইসলাম,মাস্টার সাইদুর রহমান রিপন হোসেন তালুকদার,কুয়েত প্রবাসী আঃমীলীগ সভাপতি নাইম হোসেন রিয়াদসহ আরো নেতৃবৃন্দ। সভায় বদিউজ্জামান সোহাগ বলেন, বিজয়ের মাসে স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে পুনরায় বিজয়ী করলে দেশে শান্তি বিরাজ করবে।

শেখ হাসিনা সরকারের আমলেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সর্বাধিক মূল্যায়ন করা হয়েছে। দেশে উন্নয়ন হয়েছে। হতদরিদ্র বলতে এখন আর কেউ নেই। তাই এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো সকলে নৌকা প্রতীকে ভোট দিবেন।

এছাড়াও তিনি আরও বলেন, বারইখালী ইউনিয়নের প্রধান সমস্যা লবনক্ততা দুরীকরণে টেঁকসই ভেড়িবাধ নির্মানে যাবতীয় কার্যক্রম হাতে নেয়া সহ,এ ইউনিয়নে কারীগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, প্রবাসীদের জন্য ট্রেনিং ইনিস্টিউটের ব্যাবস্থা করা, ব্রীজ, কার্লভার্ট,রাস্তা নির্মান সহ ইউনিয়নের মাদক সন্ত্রাস নির্মুল করাসহ অসংখ্য পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

এছড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইউনিয়ন আঃমীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন শ্যামল,ফনিভূষন হালদার,বাবু সুখরঞ্জন হালদার, আব্দুস সবুর মোল্লা,আদিত্য বর্মন,রাসেল হাওলাদার সহ অন্যান্য প্রমুখ।

শেয়ার করুনঃ